For Complaints/Suggesstions related to this material, please clickHere
বই থেকে নমুনা পাঠ্য (মেশিন অনুবাদিত)
(Click to expand)“বুঝেছি গো, আমি Se বুঝেছি। বাজী তোমার পেয়ারের লোক-_
তোমার মহব্বতের ময়না । বাঈজীর কাছে GA দীনবন্ধু !” “ওস্তাদ ?” “যে কথা কেউ জানে না। তুমি সে কথা কি করে জানলে দীনবন্ধু!
কে তোমায় সে কথা বললে 1 ‘ACR বলতে গিয়ে হঠাৎ হাসল দীনবন্ধু । আমার মুর উপর দিয়ে তার ছুটি
চটুল দৃষ্টিকে ঘুরিয়ে নিল। তারপর বলল, বলেছে গো, তোমার চোখ
বলেছে । তোমার মুখ বলেছে। তোমার মুখে যে সে কথা লেখা আছে।
আমি খুব ভালো ক'রে সে কথাটাই পড়ে নিয়েছি ।” বলে একেবারে খিলখিল ক'রে হেমে উঠল দীনবন্ধু fF একটা রহস্য
যেন তার চোখের পাতায় ঝকঝক ক'রে উঠল। পান্নাবাঈ ! পান্নাবাঈ! লক্ষৌর বাঈজী পান্নাবাঈ! ভারত-বিজয়িনী
rare | সে পান্নাবাঈ আমার পরিচিত। ey পরিচিত নয়, পান্নাবাঈ
আমার স্মৃতির স্বপ্ন_-আমার প্রথম যৌবনের লীলায়িত লীলামঙ্গিনী।
পান্নাবাঈ নয়-আমার গোলাপ। আমার হৃদয় রঙে রাঙানো রক্ত গোলাপ ।
আমার যৌবন বৃত্তে ফোটা গোলাপ। আমার গোলাপ ফুল । আজও যাকে
স্বপ্নে দেখি। আজও যার স্পর্শে আমি ঘুমের ঘোরে চমকে উঠি, যার কথা
ভাবতে গিয়ে কত ঘুম-ভাঙ| রাত আমার চোখের জলে নেয়ে ওঠে-_সেই
গোলাপ আমার এত কাছে !--আমার চোখের সামনে! তার সঙ্গে তো
সাক্ষাৎ না ক'রে যাওয়া WIN! তাকে তো না বলে যাওয়া যায় না,
গোলাপ তুমি ফুটেছো, আর আমি কুঁড়িতেই ঝরে গেছি। গোলাপ তুমি
বিজয়িনী, আর আমি ফতুর হয়েছি, হেরে গেছি। গোলাপ তুমি চোখের
জলে প্রাণ পেয়েছে লাল হয়েছে, আর সেই চোখের জলই আমার কাল
হলো গোলাপ, সেই চোখের জলেই আমি ডুবে WaT | রাত হয়েছিল । রায়দের নাচঘরের বারান্দায় দাড়িয়ে এই কথাগুলোই
বার বার ভাবছিলাম। বাইরে নীল নির্জন আকাশ। তারার চুম্কি-পর
যেন একখানি দীর্ঘ নীল শাড়ি। সেই তারা ঝলমল আকাশের দিকে চেয়ে ১৮