For Complaints/Suggesstions related to this material, please clickHere
বই থেকে নমুনা পাঠ্য (মেশিন অনুবাদিত)
(Click to expand)চরিত্র নিয়ে দিনের পর দিন যে কি করে কাটিয়ে দেয় তা ভাবা যায়
না। নিতাস্ত স্বার্থপরের মত এই আত্ম-কেন্দ্রিক সমাজ যে কি ভাবে
চলেছে তা বলে বোঝান শক্ত, অথচ আপনি এত অল্প বয়সে এত
কিছু দেখেছেন, এত কিছু সংকট ও WATT মুখে পড়েছেন তবু ষে
এই ভাবে একা নিরুদ্দেশের পথে বেরিয়েছেন, এতে শুধু দুঃসাহস নয়
আপনার দৃঢ়তারও পরিচয় পাই। একটা ছোট বেবী কারে আগ্রা
থেকে দিল্লী চলেছেন, অথচ এমন মেয়েদের জানি যারা এ পাড়া থেকে
ওপাড়াটুকু “সোফার হীন” অবস্থায় যেতে অপমান জ্ঞান করেন, এমনই
তাঁদের অহমিকা, ws | জয়তী বললে--এ আপনার বাড়াবাড়ি, অকারণ ক্রোধ! আমি
যে অবস্থা ও অশান্তির ফলে এই দুঃসাহসিক অভিযানে বেরিয়েছি,
সেই অবস্থায় পড়লে State হয়তো এই পথই নিতেন । আপনি
বড় সিনিক্ | হয়ত তাই, কিংবা আপনার সঙ্গে দেথা হবার পূর্ব মুহূর্ত পর্যন্ত
তাই ছিলুম, আপনার সঙ্গে দেখা হয়ে আমার ভাল হ'ল কি মন্দ
হল বুঝতে পারছি না। এই কথায় জয়তীর মুখের রঙ লজ্জায় অত্যন্ত লাল হয়ে উঠল,
তার এই লাজ রক্তিম মুখথানির একপাশে আলো পড়ায় ভারী
সুন্দর দেখাচ্ছিল। এই ব্রীড়াকূ১ ভঙ্গীটুকুতে মোহিত হয়ে ভদ্রলোক
উচ্ছ্বনিত হয়ে বলে উঠলেন-_দীর্ঘকাল আপনার মত কাউকে দেখিনি
_দীর্ঘকাল কেন সারাজীবনেও ঠিক এমন কারুর সংস্পর্শে এসেচি
বলে মনে পড়ে না। আমার জীবনটা নষ্টই করে ফেলেচি, কোন
কাজই নেই, সময় ও অর্থ আছে, সেই অর্থ ও সময় চিরদিন অকারণ
আনন্দের পিছনেই ব্যয় করে চলেছি। ১২