অগ্নিরথ | Agnirath

বই থেকে নমুনা পাঠ্য (মেশিন অনুবাদিত)

(Click to expand)
নিয়েছে তার দোতলার বারান্দা ঘেঁষে । একতলার সামনে খানিকটা বাগান যা ভাড়াটেরা করেছে | বাড়ির তিন দিকে জঙ্গল, এবং সেই জঙ্গলে স্কোয়াশের লতাপাতা ছড়ানো | এগুলোর কোনও মালিকানা নেই, যার ইচ্ছে সে নিযে যাচ্ছে । ফলে এই অঞ্চলের গরিব মানুষগুলো ভাতের সঙ্গে স্কোয়াশের তরকারি খেয়ে দিব্যি বেঁচে আছে | মিস্টার SAA অবশ্য মাংস না পেলে খাওয়ার ইচ্ছে চলে যায় । এটা তাঁর দীর্ঘাদিনের অভ্যেস । একটু ওপরে ম্যাথুজের মাংসের দোকান রয়েছে। কিন্তু দোকানটা কাল থেকে বন্ধ বলে আজ বেশি দাম দিয়ে মুরগি কিনতে হয়েছে। ম্যাথুজ যখন নেপালে গোরু কিনতে যায় তখন দোকান বন্ধ রাখে একটা দিন | ম্যাথুজ যে সেটা করতে যায়নি তা জেনেছেন ব্রাউন ৷ জেনে ভেবেছিলেন ওর খবর নিতে যাবেন | কিন্তু আজ ওই মিটিংটার জন্যে সময় পাননি | রাস্তা থেকে দোতলার বারান্দায় লোহার গেট খুলতেই কুকুরটা চলে এল সামনে ৷ ব্রাউন ডাকলেন, “Sot? বাদামি রঙের পাহাড়ি কুকুরটা ঝুলে থাকা লোমের ফাঁক দিয়ে তাকে একবার দেখল | দেখে বেরিয়ে গেল রাস্তায় । ব্রাউন হাসলেন, চিকেনের টুকরো ভূটোর একদম পছন্দ নয়! কুকুরটার খাওয়ার অভ্যেস তিনিই খারাপ করে দিয়েছেন । ওর সলিড মাংস চাই | একদা স্বাস্থ্য ভাল ছিল ব্রাউনের । নেপালিদের তুলনায় তিনি বেশ বেশি লম্বা, চেহারাও ভারী ৷ ইদানীং মেদ জমেছে শবীরে | সত্তর বছর বয়সটা তো কম নয় ! স্ত্রী বেঁচে থাকতে প্রায়ই বলত মদ খাওয়াটা এবার ছাড়ো | নইলে মদ তোমাকে খেয়ে CATA | জাহাজে চাকরি করার সুবাদে পৃথিবীর অনেক দেশের মদ তিনি খেয়েছেন | তিরিশ বছর ধরে সমুদ্রে ভেসে ভেসে অভোসটা পাকা হয়ে গিয়েছিল । Sl মদই, তার বেশি কিছু নয়। অন্য নাবিকরা যখন কোনও বন্দরে নামামাত্র মেয়েমানুষের কাছে YOU তখন তিনি চার্চে যেতেন | চার্চে গিয়ে ers বলতেন মদ খেতে আমার এত ভাল লাগে কেন ? যদি ভালই লাগে তাহলে সেটা ছাড়তে হবে কেন ? এই সব প্রশ্ন-ট্র্ন করলে মন হালকা হয়ে যেত | অন্যায়বোধটা আর তেমন Se থাকত না । fae এটা ঠিক, দামি দামি মদ থেয়ে যে সুখ হত না তা এখানকার পাহাড়ি মদ খেয়ে হয় । ব্রাউন দেখলেন নবকুমারের মা আসছে হাতে ক্যান ঝুলিয়ে oa সঙ্গে তাঁর মাসচুক্তি করা আছে । প্রতিদিন বিকেলে এক ক্যান ঘরে-তৈরি মদ দিয়ে যায় বুড়ি । মাস গেলে টাকা নেয় | ব্রাউন তাড়াতাড়ি দরজা খুললেন | সুন্দর সাজানো বসার ঘর af দিকের ঘরটা উপাসনার | ভেতরে দুটো শোওয়ার ঘর, কিচেন আর টয়লেট 1 টেবিলের ওপর ধোওয়া বোতলগুলো রাখা ছিল ৷ নবকুমারের মা কোনও কথা না বলে ক্যান থেকে মদ বোতলে ঢেলে দিল ৷ সাড়ে তিনটে বোতলের রং পালটে গেলে নবকুমারের মা বলল, 'সামনের মাসে তিরিশ টাকা বেশি দিতে হবে | ব্রাউন মাথা চুলকালেন, 'আবার দাম বাড়াচ্ছ ?' 'আমি বাড়াচ্ছি, না সরকার বাড়াচ্ছে ?' প্রশ্ন করে উত্তরের জন্যে না দাঁড়িয়ে বুড়ি যেমন এসেছিল তেমনি ফিরে গেল | এই সময় কুঁই FF ডাক শুনে দেখলেন ভুটো লেজ নাড়ছে। ব্রাউন হাসলেন, 'ব্যাটা দুটো, তোরও দেখছি নেশা হয়ে গেছে !' এই সময় রাস্তা থেকে গলা ভেসে এল, 'যিশু কা বড়াই 1’ ব্রাউন সঙ্গে সঙ্গে বললেন, 'যিশু কা বড়াই 1’ তারপর বারান্দায় এসে দেখলেন সুন্দর পোশাক পরে ট্যাক্সি ড্রাইভার তামাং তার বউকে নিয়ে কোথাও যাচ্ছে । ব্রাউন নেপালিতে জিজ্ঞাসা করলেন, “কোথায় যাওয়া হচ্ছে ?' 'ওর বোনের বাড়িতে । বোনের বাচ্চা হয়েছে 1” 'বাঃ | খুব ভাল | কিন্তু ফিরতে তো রাত হবে, সঙ্গে টর্চ নিয়েছ ?' বউটি চাদরের আড়াল থেকে টর্চ বের করে দেখিয়ে হাসল | ওরা নেমে গেল | আকাশের আলো নিবে যাচ্ছে | কুয়াশারা তেড়েফুঁড়ে উঠে আসছে ওপরে | ব্রাউন দরজা বন্ধ করে প্রার্থনার ঘরে ঢুকলেন | যিশুর মূর্তির সামনে বসে মোমবাতি জ্বাললেন | এই asd! তিনি ১৮



Leave a Comment