For Complaints/Suggesstions related to this material, please clickHere
বই থেকে নমুনা পাঠ্য (মেশিন অনুবাদিত)
(Click to expand)জলপ্রপাত ১২ একটা সিঙ্গাড়ায় কামড় দিতে দিতে নিরুপমবাবু এবার প্রসন্ন কণ্ঠে
“বললেন- চিঠি নয় মুখ ডায়রি। কেবল চিঠি আর বউ ছাড়া তো
. তোমার মাথায় আর কিছু ঢুকবে aT
বাদল জিভ কেটে লজ্জার ভান করে বলল-_ “ছি ছি, বউ নয়, বউ
নয় দাদা, বৌদি। রক্ষা যে বৌদি বৌদি করেই পাগল হয়েছি।
বউ বউ করে পাগল হলে তো আপনারা ঘাড় ধরে বের করে দিতেন
উত্তর দেওয়া বৃথা মনে করে নিরুপমবাবু চায়ে চুমুক দিলেন |
বাদল এবার আমার দিকে তাকিয়ে বলল-_'তাহলে আপনি স্ত্রী
ভূমিকা বরজিত ?'
হেসে বললাম-_ “কেন, তোমার কি বিশ্বাস করতে কষ্ট ay?’
বাদল কথাটা ঘুরিয়ে বলল-_“কি রকম যে কফ্ট, তা এক-আধ ঘণ্টা
বাদেই টের পাবেন । রান্নাঘর আর রাীধুনীর নমুনাটা একবার দেখে
'আসবেন চলুন ।'
বললাম- আগেই দেখে কি করব বাদল। চান টান করে
একেবারে যথা সময়েই দেখা যাবে ।
বাদল বলল-_'যথাসময়ে! তবেই হয়েছে। বারোটা-একটার
আগে আর যথাসময় হবে না। ভেবেছেন বুঝি দশটার মধ্যে স্নানাহার
সেরে একেবারে পান মুখে দিয়ে অফিসে যাবেন । সাধে কি আর
বৌদি বৌদি করছি! তাঁদের কেউ থাকলে সেই ব্যবস্থাই হতো।
কিন্তু এখানে গলঙ্গাবাঈ-এর ওপর সব ভার | দশটার আগেই স্নান সারতে
হয়। কিন্তু আহার কোনদিনই একটার আগে হয় না। দেখতে পাবেন
একটু বাদে ।'
বাদল গেঞ্জি খুলে স্নানের আয়োজন শুরু করল। তেলের শিশিটা
আমার দিকে এগিয়ে বলল-_-“আর দেরি করে কি হবে ? কাপড় গামছা
বার করুন, স্মানটান সেরে নিন এবার ॥