For Complaints/Suggesstions related to this material, please clickHere
বই থেকে নমুনা পাঠ্য (মেশিন অনুবাদিত)
(Click to expand)২ বাঙ্গালা সাহিত্যের ইতিহাস নহইী নু অস্য প্রতিমানমন্তি
অস্তরজাতেযু উত যে জনিত্বাঃ 'নাই, কিছুতেই ইহার সমকক্ষ তাহাদের মধ্যে-_যাহারা জন্মিয়াছে অথবা জন্মিবে 1’
রবীন্দ্রনাথের সাহিত্যের ও শিল্পের বিচারে প্রবৃত্ত হইবার আগে তাঁহার sansa পরিচয়
নেওয়া আবশ্যক | সব মানুষের মতো রবীন্দ্রনাথেরও বিশিষ্ট প্রকৃতি যে কোন্ পথে ধাইবে তাহা
শিশুকালের অবস্থাগতিকে নির্ধারিত হইয়াছিল ৷ বড়ঘরের ছোটছেলে তিনি শৈশবে
নারীলালন-সৌভাগ্য হইতে অনেকটাই বঞ্চিত ছিলেন ৷ তাঁহার শিশুকাল কাটিয়াছিল
সদর-অন্দর মহলের বাহিরে, চাকরদের অধিকৃত দ্বিতলের এক গৃহকোণে ভূত্যশাসনের
গণী-ঘেরায় | বহুসস্তানবতী কুলপালিকা মাতার cae সুলভ ছিল না। জ্যেষ্ঠরা
স্বভাবতই থাকিতেন তফাতে, নিজেদের নিজেদের বৈঠকখানায় খেয়াল-খুশির কাজে
আসর জমাইয়া | ছোট ছেলেদের বাড়ির সদর দরজা ডিঙ্গাইবার হুকুম ছিল না ৷ প্রথম
পাঠ আরম্ভ হইয়াছিল চণ্ডীমণ্ডপে বাড়ির পাঠশালায় । বছর দুয়েকের বড় দুই সঙ্গীর,
অব্যবহিত অগ্রজ সোমেন্দ্রনাথের ও ভাগিনেয় সত্যপ্রসাদের, দেখাদেখি রবীন্দ্রনাথ জেদ
করিয়া from কচি বয়সেই ইস্কুলে ভর্তি হইয়াছিলেন, কিন্তু তাহা শিশুর অরুচিকর
হইয়াছিল | সুতরাং তাঁহার বিদ্যালয়ে পড়াশোনা শেষ পর্যন্ত আগায় নাই | ঘরের খাঁচা
শিশুর মনকে বাঁধিয়া রাখিতে পারিত না, কিন্তু ইস্কুলের সন্ধীর্ণতর পিঞ্জর মনকে যেন দড়ি
দিয়া বাঁধিয়া রাখিত ৷ তাহার উপর কোন কোন শিক্ষকের নিষ্ঠুর বচনে এবং সহপাঠীদের
নিকৃষ্ট কথাবাতয়ি ও আচরণে গৃহকোণলালিত সুদর্শন বালকটির শুচি রুচি ও কোমল মন
ক্লিষ্ট হইত | তাহার ফলে খুব বালককালেই রবীন্দ্রনাথের চিত্ত সমধিক স্পর্শকাতর এবং
হৃদয় অতিরিক্ত আত্মগত হইয়া যায় । তাঁহার এই সঙ্ধোচপরায়ণতা কখনো CAB নাই |
পরবর্তীকালে ইহা তাঁহার অসামান্য সৌজন্যবোধ ও ভদ্র আচরণের অঙ্গীভৃত হইয়া গিয়া
তাঁহাকে সর্বদা আশেপাশের নীচতা ও হীনতা হইতে coms রাখিয়াছিল | ইহাই ছিল
যেন তাঁহার সহজাত কবচ 1 (STA ইহার দামও তাঁহাকে জীবন ধরিয়া শোধ করিতে
হইয়াছিল | তাঁহার নিজের দেশে রবীন্দ্রনাথকে চিরদিনই অহঙ্কার-আভিজাত্োযের মিথ্যা দায়
বহন করিতে হইয়াছিল ৷) বিদ্যালয়ের বাঁধাপথে রবীন্দ্রনাথের বিদ্যালাভ না হওয়ায়
আমাদের লাভ হইয়াছে অপরিমিত 1 ইস্কুলের ছেলেদের সাহচর্য দুঃসহ না হইলে, ইস্কুলের
কারাকক্ষ ও পরীক্ষার কাঠগড়া ভীতিপ্রদ না ঠেকিলে রবীন্দ্রনাথ হয়তো আর পাঁচজন
ছেলের মতোই পরীক্ষার পর পরীক্ষায় পাস করিয়া অবশেষে হাইকোর্টে উত্তীর্ণ হইতে
পারিতেন | তাহাতে আত্মীয়স্বজন-অভিভাবকেরা অনেক দুশ্চিন্তা এড়াইতে পারিতেন,
কিন্তু যে রবীন্দ্রনাথকে আমরা জানি সে কবি-শিল্পী-মনীষীকে যে পূর্ণমহিমায় পাইতাম না
তাহা নিশ্চয় করিয়া বলা যায় । অল্পকালের হইলেও রবীন্দ্রনাথের খণ্ড ছিন্ন ঘনঘন-বদলানো ইস্কুল জীবনের অভিজ্ঞতা
সবই ব্যর্থ নয় । দুই একজন শিক্ষক কবিতা রচনায় উৎসাহ দিয়া রবীন্দ্রনাথের
কবিজী বনের অস্কুর-উদ্গম কালে ছায়াবিস্তার ও cae ae ৷ আবার দুই
একজন শিক্ষক বালকের শিক্ষার অথবা কবিতা রচনার ব্যাপারে সম্পূর্ণ সম্পর্কহীন
থাকিয়াও তাহার চিত্ত স্পর্শ করিয়াছিলেন । এমনি একজন অধ্যাপক ফাদার ডি
পেনেরাগ্ডার প্রশান্ত পুণ্য ছবি জীবনস্মৃতিতে স্বল্প রেখায় সমুজ্্বলভাবে আঁকা আছে |