For Complaints/Suggesstions related to this material, please clickHere
বই থেকে নমুনা পাঠ্য (মেশিন অনুবাদিত)
(Click to expand)১৬ বারোটি উপন্যাস রজত একদিন এসে বলল, ও ওদের কাগজের পক্ষ থেকে গঙ্গাসাগরের মেলায় যাচ্ছে। উর্মি তখন উপস্থিত ছিল। শুনেই তো লাফিয়ে উঠল। ছেলেমানুষের মতন বলতে লাগল
আমিও যাব, আমিও যাব-_-. রজত বলল, চলুন না--_ -_মেয়েরা যেতে পারে? -_-কেন পারবে না? --তাহলে আমি ঠিক যাব। আমাকে নিয়ে যাবেন? -__আমি হাসতে-হাসতে রজতকে বললাম, তুমি নিয়ে যাও না ওকে! ওর খুব গঙ্গাসাগর
দেখার ইচ্ছে। উর্মি আমার দিকে ফিরে ভ্র কুঁচকে রাগের সঙ্গে বলল, তার মানে? তুমি যাবে না? --মেলার সময় দারুণ ভিড় হবে যে। --হোক না ভিড়। -_অত ভিড়ের মধ্যে যেতে ইচ্ছে করে না। তুমি এত ব্যস্ত হচ্ছো কেন, তোমাকে বলেছি
তো আমি একবার নিয়ে যাব-_ -_-কেন? এখন যাব না কেন? এখন বেশ সবাই যাচ্ছে। রজত বলল, অন্য সময় যাওয়ার খুব সুবিধে নেই। এখনই বরং অনেক লঞ্চ-স্টিমার কিংবা
স্পেশাল বাস যায়-- উর্মি বলল, আমরা স্টিমারে যাবো, সেই বেশ মজা হবে। রজত আমাকে বলল, চলো না, দেখে তোমারও ভালো লাগবে। আমি বললাম, কিন্তু ওখানে থাকা হবে কোথায়? হোটেল টোটেল আছে? রজত হাসল। তারপর বল্ল, সেসব নেই অবশ্য। তুমি বড়লোক মানুষ, তোমার একটু
অসুবিধে হবে অবশ্য। রজতের এই এক দোষ, আমাকে মাঝেমাঝে বড়লোক বলে খোঁচা দেয়। আমাদের পরিবারের
অবস্থা সচ্ছল, SIA একটা ভালো চাকরি করি-_এটা কি আমার দোষ? আমরা কলকাতার পুরোনো
বাসিন্দা বলেই আমাদের একটা নিজস্ব বাড়ি আছে। রজতের বাড়ি নেই, কিন্তু আজকাল সাংবাদিকরাও
তো ভালোই মাইনে পায়। রজত কাজ করে সবচেয়ে নাম-করা ইংরেজি কাগজে। আমি বললাম, সুবিধে অসুবিধের প্রশ্ন উঠছে না। থাকার তো একটা জায়গা চাই। আমি
যেখানে খুশি থাকতে পারি--কিনস্তু উর্মি, মানে মেয়েদের তো একটা জায়গা না হলে চলে AT! রজত বলল, সে একটা কিছু ব্যবস্থা হয়ে যাবে। উর্মি বলল, আমার জন্য চিত্তা করতে হবে না, আমি যে-কোনও জায়গায় থাকতে পারব-
সবাই যেখানে থাকবে। আমি বললাম, কিন্তু বাথরুম টাথরুম। উর্মি বলল, অত Pal করলে চলে না। রজত বলল শুনুন, শুনুন, আমি বলছি। আগে আর একবার আমি।তো ওই মেলায় গেছি,
তাই আমি ব্যবস্থা-ট্যাবস্থা জানি। সবাই যেখানে থাকে সেখানে আপনারা থাকতেও পারবেন না।
থাকতে হবেও না। এত বেশি ভিড় হয় যে মানুষজন সবাই খোলা মাঠেই!য়ে থাকে _কিছুকিছু
হোগলার ছাউনি হয় বটে, কিন্তু সেখানে আর কজন জায়গা পায়! -_-তা হলে আমরাও কি খোলা মাঠে? AN) গর্ভনমেন্ট-এর অফিসার এবং মন্ত্রীদের জন্য আলাদা তাবু থাকে, অনেকগুলি ঘর
তৈরি হয়। ঘরগুলো অবশ্য খড় আর ace দিয়ে তৈরি--কিস্তু থাকা যায় মোটামোটি, মাটিতে