রামগড় | Ramgar

বই থেকে নমুনা পাঠ্য (মেশিন অনুবাদিত)

(Click to expand)
রামগড় ৬৩ কাল মাত্র চিন্তাপ্বিতা থাকিয়া পরক্ষণে যেন সমুদয় দ্বিধা পরিত্যাগ করিয়া সে রমণী দ্রুত উচ্চারণে কহিয়া উঠিল,--“সে পথ মুক্ত থাকিলে, আজ এ পথে আসিতাম না প্রভু! তাহার পদসেবার পরিবর্তে স্বর্গ মোক্ষও আমার কাঙ্ক্ষিত নয়, কিন্তু দেব! সে পথ আমার রুদ্ধ। আমার স্বামীর চিত্ত আমার জন্য সহুখহীন। আমি তাহার বক্ষস্থলে অহনিশি কণ্টকের om বিদ্ধ হইয়া রহিয়াছি। না,-_-যদি সবই ত্যাগ করিলাম তবে এই ভাগ্যহীন শিশুতেই বা আমার কিসের মমতা? শুধু আপনি আমায় পরিত্যাগ করিবেন না ।”-- এই কথা বলিয়া সেই আশ্চর্য্য-স্বভাবা জননী সম্ভানটিকে স্বীয় বক্ষে চাপিয়া ধরিয়া] উঠিয়া দাড়াইল এবং পরক্ষণে দ্রুতপাদক্ষেপে সেই ঘন feos লতাপাদপাচ্ছন্ন গভীর বনমধ্যে কোথায় অদৃপ্ত হইয়া গেল । কেবল রহিয়া রুহিয়া বিরাট-স্তব্ধ zeta. মধ্যে ক্ষুধিত শিশুকণ্ঠের রোদন-রব বহুদূর হুইতেও ভাসিয়া আসিয়া সেই একমাত্র করুণাময় শ্রোতার কর্ণমূলে পুনঃ পুনঃ প্রহত হইতে লাগিল। ' সে ধ্বনি অস্ফুট হইতে অস্ফুটতর হইতে হইতে ক্রমশঃ এক সময় মিলাইয়া গেলে, ভিক্ষু আত্মগতই কহিলেন,--“যে ভবিষ্য মহানাটকের এ স্থচনা,_আজিকার এই অসহায়া শিশুরূপিণী তুমিই সেই মহানাটো্যের মহানায়িকা !”



Leave a Comment