ব্যাঙের আধুলি | Byanger Adhuli

বই থেকে নমুনা পাঠ্য (মেশিন অনুবাদিত)

(Click to expand)
বলল, 'চল্‌ পিংকু. ঝিকুদের বাগানের পেয়ারা কুড়িয়ে আনি গে। এখন গেলে বাছুড়-চোষ৷ কাঁঠবাদামও পাওয়া যাবে। আমার একা যেতে ভাল লাগছে না তাই তোকে বলা ।” এতক্ষণ পিংকু অন্য কিছু ভাববার অবকাশ পায়নি। ঝোঁকের মাথায় সে ছুটে এসেছিল মালতীদির কাছে। এবার কিন্তু ওর মনে হ'লে। নানান কথা। রাত তখনও ভোর হয়নি। বেলে বেলে জোৎম্নার আলে তখনও ছড়িয়ে রয়েছে সবত্র। এমনি রাতেই তো ছোট ছোট ছেলে- মেয়েদের ফুসূলিয়ে নিয়ে যায় পরীরা। তবে কি মালতীদি আসলে পরী ? --পিংকু ভাবলো | পিংকুকে চুপ, ক'রে থাকতে দেখে মালতীদি ওর হাত ধরে টানতে টানতে চপলা হরিণীর মতই ছুটতে আরম্ভ করল। একবার মাত্র বলল, 'হ্যারে, ভয় করছে নাকি রে তোর পিংকু ? --পিংকুকে নিরুত্তর দেখে মালতীদি আবারও বলল, 'কিসের ভয় রে ? ভূতের ? ভীতু কোথাকার ৷ ব্যাটা ছেলের আবার এত ভয় কিসের রে ? --বলেই, মালতীদি আগের মতই পিংকুর হাত ধরে টানতে টানতে হাজির হ'লো ঝিকুদের বাগানে! তারপর বেশ কতকগুলো পেয়ারা আর কাঠবাদাম কুড়িয়ে নিয়ে ওরা যখন ফিরল, তখন রাত ভোর হ'য়ে গেছে | ফেরার সময় ইঠাতই মালতীদি একবার বলল, 'ভাল কথা, আয় পিংকু, তোকে একটা জিনিস দেখাই ।” বলেই, মালতীদ্দি পিংকুকে fae fo, ক'রে টেনে নিয়ে গেল একটা পুকুরের কিনারায় । সেখানে মাটির সঙ্গে প্রায় লেপটে ছিল একটা গাছ | গাছটার পাতাগুলো সবুজ | দেখতে অনেকটা তেঁতুল পাতার মত PAH দেখল, মালতীদি পাতা- গুলোতে হাত ছোয়ানো মাত্রই পাতাগুলো ঢলে পড়ছে । পিংকু অবাক হয়ে গেল ব্যাপারটা দেখে | মালতীদি বলল, 'এ গাছ তুই কখনও দেখিস্‌ নি, তাই না? একে বলে লজ্জাবতী গাছ। তোর মতই ভীতু আর লাজুক এই গাছগুলো” শুনে লজ্জায় লাল হ'য়ে গেল পিংকুর Ts | ১৬



Leave a Comment