For Complaints/Suggesstions related to this material, please clickHere
বই থেকে নমুনা পাঠ্য (মেশিন অনুবাদিত)
(Click to expand)আনন্দে মালা কষ্টের কথা ভুলে গেছে। ক'দিন পর মা আর ছোট পিসী পরিষ্কার কাপড়-চোপড় পরে হাতে দুটো ব্যাগ
নিয়ে মালাদি আর তার ছেলেকে দেখতে যাবার জন্য ঘর থেকে বেরুতেই বাবা
মা'র দিকে তাকিয়ে বলেন, এত সেজেগুজে চললে কোথায়? -__মালা আর মালার ছেলেকে দেখতে। --হাতে করে কি নিয়ে যাচ্ছো? মা জবাব দেবার আগেই ছোট পিসী বলেন, বাচ্চাটার জন্য আমি কাথা সেলাই
করে নিয়ে যাচ্ছি। -_ও! বাবা সঙ্গে সঙ্গেই বলেন, তা সংসার ফেলে দু'জনকেঁই এখন মালার ছেলেকে
দেখতে যেতে হবে? ছোট পিসী স্পষ্ট জবাব দেন, সমাজ-সংসারে বাস করতে হলে এরকম যেতেই
হয়। আমরা তো তোমার মত অসামাজিক হয়ে যাইনি। বাবা চুপ করেন ঠিকই কিন্তু মনে মনে বেশ বিরক্তিবোধ করেন। বাবা শুধু অসামাজিক না, অত্যন্ত অকৃতজ্ঞ । দিদি আর মালাদি একই সঙ্গে স্কুল-
কলেজে পড়েছে। কোনকালেই বাবা আমাদের সব বইপত্তর কিনে দেন না।
আমাদের তিনজনকেই কলোনীর অন! ছেলেমেয়েদের কাছ থেকে বই নিয়ে পড়তে
হয়েছে, বিশেষ করে দিদিকে । হায়ার সেকেন্ডারী আর বি. এ. পড়ার সময় বাবা
তো দিদিকে দু'চারখানার বেশি বই কিনে দেননি। দিদি মালাদির সহযোগিতা না
পেলে কোনকালেই হায়ার সেকেন্ডাবী বা বি. এ. পাশ করতে পারতো AT | পরীক্ষার
মাস তিনেক আগেই মালাদি সব বইখাতা এনে রাখতো দিদির কাছে একসঙ্গে
পড়াশুনা করবে Well বুবুনদা ছাড়া যে দিদিকে সত্যজিৎ-তপন সিন্হার ছবি
দেখিয়েছে বা ভাল ভাল গানের অনুষ্ঠানে নিয়ে গেছে, সে তো মালাদি ৷ দিদি গান
শুনতে ভালবাসে বলে দিদির জন্মদিনে একটা ছোট টেপ রেকর্ডার আর ছটা
ক্যাসেট উপহার দেয়। মালাদি মাঝে মাঝেই আরো কত কি CHA | বাবার কাছে এই
বন্ধুত্ব হৃদ্যতা সহযোগিতার কৌন মূল্য নেই। ইদানীং আমাকে মাঝে মাঝেই চন্দনার সঙ্গে সল্ট লেকের বিকাশ ভবনে যেতে
হয় ওর বাবা, আমাদের সবার মেজ কাকার পেনসানের ব্যাপারে প্রায় চার বছর
হলো মেজ কাকা স্কুল থেকে রিটায়ার করেছেন কিন্তু এখনও পর্যন্ত পেনসান পাচ্ছেন
না। চন্দনার দাদা বিয়ের পর থেকেই মেজ কাকাকে মাসে মাসে মাত্র একশ” টাকা ১২০