ব্যোমকেশের ডায়েরী [সংস্করণ-৩] | Byomkesher Diary [Ed. 3]

বই থেকে নমুনা পাঠ্য (মেশিন অনুবাদিত)

(Click to expand)
g ব্যোমকেশের ডায়েরী সমস্ত কাজ করিতেন যে, কোনও দিক্‌ দিবা কাহারও অন্যোগ করিবার অবকাশ থাকিত না, মাসের গোড়ায় বাড়ীভাড়া ও থোরাকী বাবদ পঁচিশ টাকা তাহার হাতে ফেলিয়া দিয় সকল বিষয়ে নিশ্চিন্ত হওয়া WS | পাড়ার দরিদ্র সম্প্রদায়ের মধ্যে ডাক্তারের বেশ WATS ছিল । সকালে ও বিকালে তাহার বসিবার ঘরে রোগীর ভিড় লাগিয়া থাকিত। তিনি ঘরে বসিয়। সামান্য মূল্যে ওধধ বিতরণ করিতেন। রোগীর বাঁড়ীতে বড় একটা যাইতেন al, গেলেও ভিজিট লইতেন না। এই BF পাড়া প্রতিবাসী সক্লেই তাহাকে অত্যন্ত খাতির ও শ্রদ্ধা করিত । আমিও 'অল্পকালের মধ্যেই তাঁহার ভারি অনুরক্ত হইয| পড়িযাছিলাম। বেলা দশটার মধ্যে মেসের অল্পান্য সকলে অফিসে চলিয়া যাইত, বাসায় আমরা দুই জনে পড়িয়া! থাকিতাম। স্নাণাহার প্রায় একসঙ্গেই হইত, তার পর দুপুরবেলাটাও গল্পে-গুজবে সংবাদপত্রের আলোচনায় কাটিয়া Wes | ডাক্তার অতান্ত নিরীহ ভালমানম্য লোক হইলেও ভারি চমৎকার কথা বলিতে পারিতেন | ব্যস বছর চল্লিশের ভিতরেই, বিশ্ববিদ্যালয়ের কোনও উপাধিও Stata ছিল না, কিন্ছু ঘরে বসিয়া] এত বিভিন্ন বিষয়ের জ্ঞান তিনি aGa করিয়াছিলেন যে, তাহার কথা শুনিতে স্তনিতে বিস্ময় বোধ হইত । বিস্ময প্রকাশ করিলে তিনি লজ্জিত হইয়া] বলিতেনঃ-__'আর ত কোনও কাজ নেই, ঘরে ব'সে ব*সে কেবল বই পড়ি! আমার যা কিছু সংগ্রহ সব বই থেকে ।” এই বাসায় মাস দুই কাটিয়া মাইধার পর একদিন বেল| আন্দাজ দশটার সময় আমি ডাক্তার বাবুর ঘরে বসিয়া! তাহার থবরের কাগজথানা



Leave a Comment