For Complaints/Suggesstions related to this material, please clickHere
বই থেকে নমুনা পাঠ্য (মেশিন অনুবাদিত)
(Click to expand)তিন হাজার বছর আগে এখনকার সুন্দরবনের বেশিরভাগ অঞ্চলই ছিল AAAS |
তার আগে অবশ্য ভূ-পৃষ্ঠ অপেক্ষা অনেক উঁচুতে ছিল পুরনো এক সুন্দরবন।
কিন্তু ভূ-পৃষ্ঠের অবনমনের ফলে সে প্রাচীন বনাঞ্চল সমুদ্রগর্তে বিলুপ্ত হয়ে
যায়। আবার তার উত্থান ঘটে বেশ কয়েক হাজার বছর ATT আসলে ভূ-পৃষ্টের
নিমজ্জন বা বারংবার অবনমনের ফলে দক্ষিণাংশের এই বিশাল অঞ্চল কখনও
বিলুপ্ত হয়েছে, আবারও কখনও সে মাথা তুলে দাঁড়িয়েছে। বেশিদিনের কথা
নয়, সাড়ে তিনশো বছর আগে, ১৭৩৭ সালেও এ অঞ্চলে তূ-পৃষ্ঠ থেকে
জলের উচ্চতা প্রায় ৪০ ফুট পর্যন্ত উঠেছিল ভয়ঙ্কর এক সামুদ্রিক ঝড়ের প্রকোপে।
আর তাতে হাজার হাজার মানুষজন ও গবাদি পশু মারা যায়। ধ্বংস হয়ে
যায় সুন্দর এক জনপদ। কিন্তু ধ্বংসের মধ্যেই থাকে সৃষ্টির বীজ। ফলে যে
জনপদ হল ধ্বংস, যে বনাঞ্চল গেল হারিয়ে, সৃষ্টির অমোঘ প্রক্রিয়ায় হাজার
হাজার বছর পরে সে ধ্বংসাবশেষ থেকেই হয়তো জন্ম নিল নতুন এক GS
বা নয়াবসত। বাংলার দক্ষিণে সুন্দরবন অঞ্চলের এ প্রক্রিয়া বারে বারেই ঘটেছে। আসলে সুন্দরবন হল এক বিশাল গাঙ্গেয় ব-দ্বীপ বা Gangetic Delta!
ডেলটা হল অক্ষর। গ্রিক বর্ণমালার চতুর্থ অক্ষর; আর একে দেখতে ঠিক
ত্রিভুজের মতো। এ রকমই ব্রিভুজাকৃতি বলে সুন্দরবনের এই দ্বীপগুলিকে ডেলটা
বা ব-দ্বীপ বলা হয়। এই ব-দ্বীপ খুবই প্রাচীন। কেননা মহাভারত থেকে শুরু
করে কয়েকটি পুরাণ ও রঘুবংশে এই ব-দ্বীপের উল্লেখ আছে। বঙ্গদেশে সবার আগে অনার্য জাতির বসবাস ছিল। ইতিহাসে পাওয়া যায়,
কোনও এক অজ্ঞাত অতীতে গাঙ্গেয় ব-দ্বীপ-এর সর্বত্রই অতল সমুদ্র ছিল।
আর গঙ্গা নদীতে হিমালয় থেকে জল প্রবাহিত হয়ে যুগ যুগ ধরে চর ও
দ্বীপ গঠিত হয়েছে। গঙ্গার শাখা পদ্মা ও ভাগীরথীর মধ্যভাগই এই গঞ্গেয়
ব-দ্বীপ এবং এরই পরের নাম হয়েছিল বাগড়ি। তার আগে এই স্থান বঙ্গের
অধীনে ছিল। ব-দ্বীপ গঠনের পর সম্ভবত আদিম যুগের লোকেরা ও অনার্যগণ বিভিন্ন
দিক থেকে এসে এইসব অঞ্চল আবাদ করে বসবাস করতে শুরু করে। কিন্তু
কত হাজার আগে এই বসতি গড়ে উঠেছিল তা ইতিহাসে ঠিক পাওয়া যায়নি। গঙ্গা ও MATT সঙ্গমস্থলে প্রাচীনকালে অনেক দ্বীপের উৎপত্তি হয়েছিল।
ক্রমে ভাগীরথীর পূর্বে ও পদ্মার দক্ষিণ দিকে চর ও দ্বীপের সৃষ্টি হতে থাকে।
হিমালয়ের বরফ গলা জলরাশি পর্বতরেণু বহন করে সাগরের দিকে ছুটতে
থাকে এবং বালি ও মাটির সমন্বয়ে একরকম পলি মাটি নদীর Saas প্রদেশ
উঁচু করে চলে যায়। এভাবে পদ্মা ও ভাগীবথীর মধ্যবত্তীস্থান দ্বীপ রূপে গঠিত
হয়ে কোথায়ও জঙ্গলাকীর্ণ, কোথায়ও .বসতিযোগ্য ইয়ে বত্রিকোণাকৃতি Ste
আসমুদ্র বিস্তারিত হয়ে পড়ে। একেই প্রাচীনকালে ze দ্বীপ বা পরবর্তীকালে ১৬