আমার জীবন-যাত্রা [খণ্ড-৩] | Amar Jiban-yatra [Vol. 3]

বই থেকে নমুনা পাঠ্য (মেশিন অনুবাদিত)

(Click to expand)
"১৯৪২ ওপর জমিদারদের খুব অত্যাচার চলছিল। কৃষকদের ১০০ বিঘে জমি পতিত হয়ে পড়েছিল। একদিকে সরকার দেড়-দুহাজার মণ শস্য উৎপাদনক্ষম এই জমি পতিত রাখতে সাহায্য করেছিল, অন্যদিকে “বেশি শস্য উৎপাদন কর' বলে প্রচার করছিল। এটা কি পরস্পরবিরোধী ব্যাপার ছিল না? গ্রামের ৩১ জন লোক জেলে ছিল। কিন্তু ক্ষুধার জ্বালা এমন যাকে দমন করে রাখা যায় না। জনতা দুহাজারের কম ছিল না। স্বামীজি, আমার এবং পণ্ডিত যদুনন্দন শর্মার বক্তৃতা হলো। ৬ আগস্ট পাটনাতেও পার্টির বৈধতা পাওয়ার আনন্দে সভা হলো। এখানে বারো-তেরজন গাম্ধীবাদী ছাত্র সভায় গোলমাল করার চেষ্টা করেছিল। এখন বোঝা যাচ্ছিল যে, কমিউনিস্ট পার্টি যতই বাড়তে থাকবে ওর বিরোধীরা ততই অফেজো হতে থাকবে। ৭ আগস্ট আমি ম্যাজিস্ট্রেটের সামনে ঘোষণা করে “BIA A সম্পাদনার ভার নিজে নিলাম। তার জন্যে কয়েকটি প্রবন্ধ এবং টীকা লিখলাম। ৯ আগস্ট আমি নৌগাছিয়ায় (ভাগলপুর) সভার জন্যে গিয়েছিলাম। জেলা-ছাত্রসভার উৎসবের আমি সভাপতি ছিলাম। সভা ভালভাবেই হলো, ইন্দ্রদীপের বক্তৃতা এই প্রথম শুনলাম। Bay ছিল পাটনা বিশ্ববিদ্যালয়ের ভাল ছাত্রদের মধ্যে একজন। এম-এ-তে সে প্রথম স্থান পেয়েছিল এবং না চাইতেই রাজেন্দ্র কলেজ ওকে অর্থশাস্ত্রের প্রোফেসারের পদে নিযুক্ত করেছিল। পাটনা কলেজও ওকে লেকচারার করতে চেয়েছিল কিন্তু সে দেশসেবাকে নিজের লক্ষ্য স্থির করায় সেটা গ্রহণ করেনি। যে-সময় পাটির ওপর প্রচণ্ড দমন হচ্ছিল, সেই সময় ইন্দ্রদীপ পার্টিকে খুর সামলে ছিল। আমি ইন্দ্রদীপের লেখা পড়েছিলাম, যার থেকে বোঝা গেল যে ওর কলমে খুবই জোর আছে। এখানে ওর বক্তৃতা শুনে বুঝতে পারলাম, ভাষার ওপরেও ওর দখল আছে। নৌগাছিয়া থেকে রওনা হবার সঙ্গে সঙ্গে জানা গেল যে কংগ্রেস কার্যনির্বাহকদের গ্রেফতার করা হয়েছে। গান্ধী, নেহের, আজাদ এখন জেলে ছিলেন। জেলে ভীষণ উত্তেজনা ছড়িয়ে ছিল। আগস্টের AH—So তারিখ দুপুরে ছাপরা পৌছলাম। খবর পেলাম, গতকালও ছাত্ররা অত্যাচারের বিরুদ্ধে মিছিল বের করেছিল। আজও ওদের একটা বড় মিছিল বেরোল। জানতে পারলাম যে এখন পর্যন্ত এই জেলার ৫ জন গ্রেফতার হয়েছে। কয়েকজন দেশভক্ত আমাকে প্রশ্ন করলে আমি বললাম “প্রত্যক্ষ বা অপ্রত্যক্ষভাবে জাপানের লাভ হয় এমন কাজ আমরা করবো না। সেইসঙ্গে আমলাতন্ত্রের হাতের হাতিয়ারও আমরা হব না। IAA মধ্যে প্রচুর উদ্দীপনা রয়েছে। অব্যবস্থা নিশ্চয়ই হবে এবং আমলাতন্ত্র এটা চাইবে।' ১১ আগস্ট পাটনা পৌছলাম। এখানেও প্রবল উত্তেজনা ছিল। ছাত্রদের মিছিল বেরোচ্ছিল। আমেদাবাদ, বোম্বাই, পুনায় গুলি চলেছে, এই খবর আগুনে ঘৃতাহুতির কাজ করল। দুপুরের পর মিছিল বের হলো। কমিউনিস্ট ছাত্ররা বোঝাবার চেষ্টা করছিল এবং ৪/আমার জীবন-যাত্রা



Leave a Comment