For Complaints/Suggesstions related to this material, please clickHere
বই থেকে নমুনা পাঠ্য (মেশিন অনুবাদিত)
(Click to expand)ডাকাতের সর্দার ৯ কিন্তু রণচণ্ডীর কাছ থেকে চালাকি করে কথা বের করে নেওয়া সহজ
কাজ নয়। সে একটু মুচকি হেসে বললে, বরাতে জুটে গেল বাবু। নইলে
তিরিশ বছরের পাপের শাস্তি হবে কি করে! দারোগা তবু হাল ছাড়লেন না। জিজ্ঞাসা করলেন, তোমার দলের লোক
নাওনি বুঝি ? সবই বুঝি এখানকার লোক? এই বুঝি তাদ্বের হাতে-খড়ি
RA? এবারে রণচণ্ডী যেন একটু বিরক্ত হল। বললে, আমার যতদিন ডাকাতি
করা হল ততদিনে ছ জন দারোগা পেন্মন্ নিয়েছে। আমাকে জেরা করে
লাভ হবে না। অপ্রস্তুত হয়ে দারোগা চুপ করলেন। একটু থেমে রণচণ্ডী আবার বললে, নাম আমি কারও করব না। তবে এক
ঘণ্টার জন্যেও যদি ছাড়া পেতাম, সে বেটাদের কানে ধরে ঘোড়-দৌড় করাতাম।
আমাকে ফেলেই যদি গেলি, মাথাটা কেটে নিয়ে যেতে পারলি না ? রাগে রণচণ্ডীর চোখ ঘুরতে লাগল, আর দাত কড়মড় করতে লাগল। দারোগা জিজ্ঞাস] ক রলেন, সবাই দিব্যি পালাল, আর এক তুমিই বা
ধরা পড়লে কি ক'রে? রণচণী আকাশের দিকে চেয়ে বললে, মা-কালীর ইচ্ছা। আমার
নিজের দলের লোক থাকলে কি এ গীয়ের কটা ছাগলের ভয়ে ঘাটি
ফেলে পালাতো? বাবু মশায়, দোষ কারও নয়। ধর্মের কল বাতাসে
নড়েছে। বহু পাপ করেছি, এবার আর আমার নিস্তার নেই। BS ডাকাতের মুখে ধর্মেয় কথা শোনবার প্রত্যাশা আমরা কেউ
করিনি। দারোগাবাবু বোধ হয় ইভিমধোই কখন ডাক্তারকে ডাকতে
পাঠিয়েছিলেন। তিনি এসে ওর ক্ষত ধুয়ে Bay দিয়ে Aes বেঁধে
দিলেন। দারোগাবাবুর তখনই চণ্ডীকে নিয়ে থানায় ফিরে যাবার কথা। কিন্তু
সেনেদের বড়বাবু মধ্যাহনভোজনের ব্যবস্থা করেছিলেন। কিছুতেই ছাড়লেন
না। ঠিক হ'ল tetany সেরে তিনটে-চারটের সময় সকলে মিলে
থানায় রওনা হবেন। চণ্ডী কাতরকণ্ঠে স্নান করার প্রার্থনা জানালে। সে প্রার্থনা