For Complaints/Suggesstions related to this material, please clickHere
বই থেকে নমুনা পাঠ্য (মেশিন অনুবাদিত)
(Click to expand)wor! কিন্ত খুশী হল ময়ূরাক্ষী। অসম্ন যৌবনের সম্ভাবনায় তার
সমস্ত মন নৃত্য করে উঠল । সাদা চোখে কিছুই বোঝা যায় A বটে,
কিন্তু ময়ূরাক্ষীকে যারা চেনে তারা জানল কিশোরী বধূর যৌবন জাগার
আর দেরি নেই | আগের রাত্রে মুষলধারে বৃষ্টি হয়ে গেছে। যেমন বৃষ্টি, তেমনি
ঝড়, তেমনি FINS | খড়ের চালে জল আর কাটে না। লোকে
সমস্ত রাত্রি ছেলেপিলে বুকের মধ্যে নিয়ে এ-কোণ ও-কোণ করে
কাটিয়েছে। ঝড়ের শন্ শন্, বিদ্যুতের কড় কড় শব্দে কেউ একটা
কথা কইতে সাহস করেনি। কেবল নিঃশব্দে দেবতার উৎপাত সয়ে
গেছে, যেমন নিঃশক্দে সয়েছে ধরণী | এত বড় ঝড়-জলের জন্যে কেউ প্রস্তুত ছিল না। প্রথম রাত্রে
ঝড়ের কোনো লক্ষণই দেখা যায়নি। বরং হারাণ মণ্ডল নিশ্চিন্ত মনে
তার fasta পক্ষের গৃহিণী বিনোদিনীর সঙ্গে প্রাতাহিক কলহে নিমগ্ন
for! এমন সময় প্রথমে ঝড়, তার পরেই GT! হারাণ তার বড়
ঘরের দাওয়ায় ছেলেটিকে কোলে নিয়ে শুয়েছিল। আর বিনোদিনী
ছিল সামনের রান্নাঘরের দাওয়ায় মেয়েটিকে কোলে নিয়ে। প্রায়
ASS এক টুকরো উঠোনকে মধ্যস্থ রেখে দুজনে কলহ বাধে।
প্রথমে জোরে, তারপরে তন্দ্রাকর্ষণের সঙ্গে সঙ্গে দুজনের উদাত্ত =
ধীরে ধীরে ঝিমুতে ঝিমুতে কখন একসময় থেমে যায়। মীমাংসা যে
কোনোদিনই হয় না তা নয়, হারাণ যেদিন হার মানে সেদিন হয়।
নইলে হয় না, হবার প্রয়োজনও করে না। গত রাত্রে আর একটু পরেই
হারাণ হার স্বীকার করত। ক্লান্তিবশতই হোক, আর বিনোদিনীর
প্রতি আকস্মিক প্রীতির উদ্রেক হওয়ার জন্যই হোক, তার ক ধীরে
ধীরে মিইয়ে আসছিল ৷ প্রতিপক্ষের অনেক অভিযোগ, কোনোটা
নীরবে কোনোটা বা প্রকাশ্যেই স্বীকার করে fafa | এমন সময় এল ৫