বইয়ের লেখক
Gobinda Narayan Chattapadhya - গোবিন্দনারায়ণ চট্টোপাধ্যায়,
Himanshu Gangopadhyay - হিমাংশুনাথ গঙ্গোপাধ্যায়
Himanshu Gangopadhyay - হিমাংশুনাথ গঙ্গোপাধ্যায়
বইয়ের আকার
718 MB
মোট পৃষ্ঠা
487
For Complaints/Suggesstions related to this material, please clickHere
বই থেকে নমুনা পাঠ্য (মেশিন অনুবাদিত)
(Click to expand)মুখবন্ধ গুরুদেবের শততম জন্মবর্ষে ত্রিপুরা আঞ্চলিক রবীন্দ্রশতবার্ষিকী সমিতির উদ্যোগে
“রবীন্দ্রনাথ ও ত্রিপুরা” স্মারকগ্রন্থ প্রকাশিত হলো। কবির বিরাট ও বহুমুখী প্রতিভা বিশ্লেষণের
কোনও প্রয়াস এতে করা হয়নি। ত্রিপুরার সঙ্গে তার যে সুদীর্ঘ, নিবিড় ও ব্যাপক আত্মীয়তার
বন্ধন ছিল তার একটি যথাসম্ভব পূর্ণাঙ্গ, তথ্যভিত্তিক বিবরণ এতে বিধৃত করার চেষ্টা হয়েছে।
কবির জীবনের এ অধ্যায়টি বিশদ ও প্রামাণিকভাবে ইতি-পূর্বে কোথাও আলোচিত হয়নি।
আমাদের GSAT প্রচেষ্টায় আংশিক সাফল্যও যদি আমরা অর্জন করে থাকি, তাহলে এই
স্মারকগ্রন্থ কবির জীবন-চরিতে একটি উল্লেখ্য সংযোজন বলে পরিগণিত হবে, সন্দেহ নাই। কবি-কৃতি এবং কবির ব্যক্তিগত জীবন সম্পূর্ণ স্বতন্ত্র নয়, অঙ্গাঙ্গিভাবে GBS |
সুতরাং কবি-মানসের পূর্ণ উপলব্ধির পক্ষেও হয়তো এই অপরিহার্য অধ্যায়টি বিশেষরূপে
সহায়ক হবে। সম্পূর্ণ প্রাসঙ্গিক আরও দু'একটি বিষয়বস্তু--যথা, ত্রিপুরার সন্তান শাস্তিনিকেতনের
কতিপয় প্রাক্তন ছাত্রের স্মৃতিকথা, এবং ত্রিপুরার গৌরব প্রখ্যাত শিল্পী "রমেন্দ্রনাথ sare)
ও শ্রীধীরেনকৃষ্ণ দেববর্মা অঙ্কিত কয়েকটি চিত্র--গ্রন্থের সৌষ্ঠববৃদ্ধির সহায়ক হবে মনে করে
এতে ASS হয়েছে। সামান্যতম একটি পত্রেও রবীন্দ্রনাথের মনীষাদীপ্ত মতামতের অভিব্যক্তি বিস্ময়কর |
সাধারণত তার প্রতিটি মন্তব্যের পেছনেই তার চিন্তার একটি সামগ্রিক রূপের আভাস মেলে |
পত্রের পটভূমিকা সুস্পষ্ট বলে কবি-মানসের চিত্রটিও স্বচ্ছ হয়ে ফুটে ওঠে । কিন্তু যেখানে
কবির মতামত পাওয়া যাচ্ছে অপরের লেখনী বা বিবৃতি থেকে, সেখানে প্রসঙ্গ থেকে বিশ্লিষ্ট
হবার দরুন দু'একটি মত বিদ্তাপ্তিকর বলে মনে হওয়া বিচিত্র নয়। কিন্তু নিষ্ঠাবান,
অন্তর্দৃষ্টিসম্পন্ন সমালোচক এই মতটিকে দিগ্-দর্শন হিসাবে ব্যবহার করতে পারেন, এই
সূত্র থেকে গভীরতর গবেষণা বা তনত্তানুসন্ধানের পথে এগিয়ে যেতে পারেন। অতএব,
একেও বর্জন করা সমীচীন মনে হয়নি। বলা বাহুল্য, বিভিন্ন প্রবন্ধকারদের মস্তব্য বা অভিমতের সম্পূর্ণ দায়িত্ব তাদেরই |
কারও স্বাধীন HSA কোনরূপ হস্তক্ষেপ করা হয়নি। বছ ব্যক্তি ও প্রতিষ্ঠানের অকৃত্রিম, অকুষ্ঠ সহযোগিতা না পেলে আমাদের এ প্রচেষ্টা
সম্ভব হতো না। তাদের সকলের কাছে আমাদের খণ কৃতজ্ঞচিত্তে স্মরণ করি। সর্বাগ্রে সুগভীর শোক ও একান্তিক শ্রদ্ধার সঙ্গে স্মরণ করি স্বর্গত রথীন্দ্রনাথকে
যিনি মৃত্যুর মাত্র কয়েক মাস পূর্বে তার শুভেচ্ছা ও আশীর্বাণী প্রেরণ করে আমাদিগকে
উৎসাহিত করেছিলেন। আমাদের স্মারকগ্রন্থ সম্বন্ধে তার ওৎসুক্যের সংবাদ বিভিন্ন সূত্রে
আমাদের কাছে পৌছেছিল। মুদ্রিত গ্রন্থ তার হাতে তুলে দেবার সৌভাগ্য আমাদের হলো
না-এই অপরিসীম বেদনায় আমাদের কোনও সান্ত্বনা নাই।