বাঙলা ভাগ হল [সংস্করণ-১] | Bangla Bhag Holo [Ed. 1]

বই থেকে নমুনা পাঠ্য (মেশিন অনুবাদিত)

(Click to expand)
ভূমিকা ৩ গেল তো বটেই, সেই সঙ্গে সেটিকে তারা WR @ কৌশলপুর্ণভাবে বিপরীত দিকে নিয়ে CTT | বাঙালি সমাজে এসব পরিবর্তন ও সেখানে হিন্দু ভদ্রলোকদের অবস্থানের আলোকে ঘটিত এসব প্রক্রিয়া সম্পর্কে এ গ্রন্থে আলোকপাত করা হয়েছে। বাঙলায় 'ভদ্রলোক' কথাটি ব্যাপকভাবে ব্যবহৃত এবং সবার কাছে তা সহজে বোধগম্য | কিন্তু বাঙলার বাইরের পণ্ডিত ব্যক্তিরা এ কথাটি নানাভাবে এবং অনেক সময় পরস্পর-বিরোধী অর্থে ব্যবহার SCAT | ষাটের দশকে জন Sas 'ভদলোক' কথাটি ব্যবহার করেন 'পাশ্চাত্যভাবাপনু সর্বোৎকৃষ্ট শ্রেণীর লোক' হিসেবে এবং তাদের গণ্য করেন 'ওয়েবারিয়ান (Weberian) গ্রুপের' লোকদের মর্যাদাসম্পন্ন লোকদের মতো 1১২ এ কথাটিকে অন্য একজন এঁতিহাসিক গ্রহণ করেছেন “উচ্চ বর্ণের ও প্রাতিষ্ঠানিক শিক্ষায় শিক্ষিত সুবিধাভোগী বাঙালি সমাজের অভিজাত শ্রেণীর' লোক হিসেবে °° অতি সম্প্রতি জাতীয়তাবাদী রাজনীতিতে প্রেসিডে্সি অঞ্চলের অভিজাতদের অভাব-অভিযোগ সম্পর্কে চুলচেরা বিচার-বিশ্লেষণ করা হয়েছে °° এ সমালোচনায় 'ভ্্রলোক' শব্দটির ব্যবহার সন্দেহপূর্ণ হয়ে পড়েছে ১? এর বদলে 'মধ্যবিত্ত শ্রেণী”* দিয়ে যা বোঝানো হয়েছে তা বিকল্প শব্দ হিসেবে বিভ্রান্তিকর। পশ্চিমা শিল্প সমৃদ্ধ সমাজের ধারণা থেকে পাওয়া “মধ্যবিত্ত শ্রেণী' বলতে মূলত শহরকেন্ত্রিক লোকদের বোঝানো হয় - এর মধ্যে রয়েছে প্রধানত ব্যবসায়ী ও উদ্যোক্তা শ্রেণীর লোক | পরবর্তী পর্যায়ে উন্নত শিল্প সমাজে বেতনভুক পেশাজীবীরাও 2 'মধ্যবিত্ত শ্রেণী'র অন্তর্ভুক্ত হয় ।১" ayers শ্রেণীর লোকেরা নিজেদেরকে ভিক্টোরিয়ান যুগের ইংল্যান্ডের সমৃদ্ধ ও প্রভাবশালী মধ্যবিত্ত শ্রেণীর লোকদের সাথে তুলনা করতে পছন্দ করে ।১৮ কিন্তু এ কাজ করতে গিয়ে তারা, এবং পরবর্তী পর্যায়ে এতিহাসিকেরা, বাঙলা ও বিটেনের সমাজের মধ্যে অসত্য সাদৃশ্য তুলে ধরেন। ব্যবসা বা শিল্প” ভ্দ্ুলোকদের সমৃদ্ধির ভিত্তি ছিল না - তাদের সমৃদ্ধির ভিত্তি ছিল ভূমি °° চিরস্থায়ী বন্দোবস্তের মাধ্যমে সম্পত্তির সাথে যে সম্পর্ক সৃষ্টি হয় তার অপরিহার্য উপজাত ফল হল এই বাঙালি ভদ্রলোক শ্রেণী । তারা ছিল খাজনা আদায়কারী শ্রেণীর প্রতিরূপ; জমির পত্তনি স্বত্‌ দেওয়ার (intermediary tenurial rights) অধিকার ভোগকারী | জ্দ্রলোক শ্রেণীর মধ্যে অবশ্য অনেক পার্থক্য ছিল 1২১ ভূমির পরিমাণ, আকার ও উর্বরতার পার্থক্য এবং উর্ধতনদের কাছ থেকে পাওয়া শর্তাধীন জমি অভিনু শর্তে অধস্তনদের কাছে লিজ দেওয়া (subinfeudation) ও মধ্যবর্তী স্বত্ব ভোগকারীর সংখ্যা বৃদ্ধির ফলে এই পার্থক্য সৃষ্টি হয়।ং২ তবে বড় বড় জমিদার থেকে সাধারণ তালুকদার পর্যন্ত সবাই ছিল একটা শ্রেণীর অন্তর্ভুক্ত । তারা জমিতে কাজ করত না; জমি থেকে প্রাপ্ত খাজনা দিয়েই তারা তাদের জীবনযাত্রা নির্বাহ করত। ভদ্রলোক হল দেশের অনুভূতিহীন মাটির সন্তানদের ঠিক বিপরীত । কায়িক পরিশ্রম থেকে বিরত থাকাকে এই 'বাবু' শ্রেণীর লোকেরা নিজেদের ও সমাজের নিম শ্রেণীর লোকদের মধ্যে একটা সামাজিক দূরত্বের জন্য অপরিহার্য উপাদান বলে বিবেচনা করত °° এই 'বাবু' পদবি ছিল ভদ্রলোকদের মর্যাদার



Leave a Comment