নজরুল স্মৃতিমাল্য | Najrul Smritimalya

বই থেকে নমুনা পাঠ্য (মেশিন অনুবাদিত)

(Click to expand)
নজরুলের ভক্তিসঙ্গীত 4 বহুপথে বৃথা ফিরিয়াছি প্রভু, আর তো হব না পথহারা | বন্ধু স্বজন সব ছেড়ে যায়, তুমি একা জাগো গ্রুবতারা।.* STS পথের aie পথিক লুটায় তোমার মন্দিরে। আরো যাহা কিছু আছে cata প্রিয়, লয়ে বাঁচাও এ-বৰন্দীরে | কী হবে লয়ে এ-মায়ার খেলনা, কী হবে লয়ে এ-তাসের ঘর 1 ছুঁতে ভেঙে যায়, তবু শিশুপ্রায় gate মোদেরে নিরস্ভর। তাই গাইলে কাজী আকুল কণ্ঠে ঃ ডাকি?” লও মোরে মুক্ত আলোকে তব আনন্দ নন্দন লোকে শান্ত হোক এ ক্রন্দন, আর সহে না এ-বন্ধন কার বন্ধু স্বজন সব ছেড়ে যায়, তুমি একা জাগো ঞ্বতারা। কিন্তু সাধারণতঃ, যারা অল্পের বেসাতি করেই তৃপ্ত থাকে তাদের কানে “নাল্লে স্ুখমস্তি”র শঙ্খধবনিও বাজে না, বৃন্দাবনের আকুলবীশির আয় আয় ডাকও তাদের কুল ছাড়ায় না। এখানে ACA ভগবানের কৃপার কথা £ যাকে তিনি বরণ করেন সেই Sta শরণ পায়। এ-কথা উপনিষদে বলেছে সে কবে £ “যমেবৈষ বৃণুতে তেন লভ্যঃ/” অন্যভাবে বললে বলা যায়, যাদের মন বেশি বিকশিত (evolved) তারাই #4 ছেড়ে Taq অভিলারে উধাও হতে চায়। আর eats হবার প্রথম পদক্ষেপ হয় বৈরাগ্যেরই টানে। তাই “বৈরাগ্যসাধনে মুক্তি সে আমার নয়” এ-কথা রবীন্দ্রনাথের মুখে মানালেও fay সিধু ay মধুর মুখে মানায় a, যারা পুঁজি আকড়ে থাকতে চায় ভয়ে ভয়ে তাদের রবীন্দ্রনাথও কিছু কম ধম্কান নিঃ সখের আশ! আকড়ে লয়ে থাকিসনে তুই ভয়ে ভয়ে, জীবনকে তোর ভ'রে নিতে মরণ আঘাত পেতেই হবে, পাকের ধোরে ঘোরায় যদি ছুটি তোরে পেতেই হবে। কাজীর মন এ-জাতের নয়, ভয়ে ভয়ে কোন কিছু অাকড়ে থাকার পাত্র সে নয়, সে এ-পারে আদৌ তৃপ্তিই পায় নি যে, কেমন ক'রে



Leave a Comment