মপাসাঁ রচনাসমগ্র [খণ্ড-১] | Maupassant Rachanasamagra [Vol. 1]

বই থেকে নমুনা পাঠ্য (মেশিন অনুবাদিত)

(Click to expand)
8 মঁপাসা “তাহলে নানসিতেই আপনার বাড়ি। আর সেখান থেকেই আপনি আসছেন।” এই কথাটা তিনি অস্ফুট স্বরে ধীরে ধীরে বার কয়েক উচ্চারণ করলেন। ঠিক তখনই গৃহস্বামী বৃদ্ধ ভাবলেশহীন দৃষ্টিতে অন্যান্য কালা মানুষের মতো কাছে এসে দীড়ালেন। “ওঁকে নিয়ে আপনার উদ্বেগের কোনো কারণ নেই। কারণ উনি একদমই শুনতে পান atl’ কয়েক মুহূর্ত নীরবে কী যেন ভাবলেন। তারপরে বললেন, “ওখানকার প্রায় সকলেই আমার চেনা।” আমি বললাম, “নানসির লোকদের কথা বলছেন CON” ‘SH, প্রায় সকলকে। সেন্ট আযালিজ পরিবারের সঙ্গে আপনার পরিচয় আছে?” ‘Sh, নিশ্চয়ই, খুব ভালো করেই চিনি ওঁদের । আমার বাবার সঙ্গে ওই পরিবারের দীর্ঘাদনের বন্ধুত্বের সম্পর্ক ছিল।” “আপনার নামটা জানতে পারি?” '“নিশ্চয়ই।”” আমি তাকে আমার নাম বলার সঙ্গে সঙ্গে আবার যেন কেমন চমকে উঠলেন। অন্যমনস্কভাবে কী যেন HV করতে করতে অস্ফুট স্বরে জিজ্ঞেস করলেন, এতক্ষণ স্মৃতির পাতা উলটিয়ে কিছু মনে করার চেষ্টা করছিলেন। “হ্যা, এবার মনে পড়েছে। আচ্ছা ব্রিসেনভরা কেমন আছে?” “তাদের পরিবারের কেউ আর বেঁচে নেই।” কথাটা শুনে তার চোখে. মুখে দুঃখের ছাপ স্পষ্ট হয়ে উঠল। তারপর আবার জিজ্ঞেস করলেন, “সারমস্ত পরিবারকে চেনেন? ওরা সব কেমন আছে?” ‘on, ওই পরিবারের ছোটো ছেলেটি এখন সামরিক বিভাগের Grime অফিসার। সে একজন জেনারেল। আবেগ রোধ করতে গিয়ে তিনি কেঁপে উঠলেন। যে গোপন রহস্য এতক্ষণ তার অন্তরে লুকিয়ে রেখেছিলেন তা প্রকাশ করে ফেললেন, “হ্যা, হেনরি দ্য সারমস্ত। সে আমার নিজের মায়ের পেটের ভাই ।” এবার তার দিকে তাকিয়ে তাকে ভালো করে দেখতে লাগলাম। দেখতে দেখতে সমস্ত কথা আমার মনে পড়ে গেল। ঘটনাটা ঘটেছিল অনেক দিন আগে। সমস্ত দেশ জুড়ে ছড়িয়ে পড়েছিল সেই নিন্দনীয় কেচ্ছা কেলেঙ্কারির কাহিনি। লোরেন অঞলের অভিজাত সম্প্রদায়ের মানুষরা ওই ঘটনা নিয়ে নিন্দা সমালোচনায় মুখর হয়ে উঠেছিল। হুসার রেজিমেন্টের যিনি প্রতাপশালী কমান্ডার, তার সুন্দরী তরুণী কন্যারত্বটি একজন সাধারণ পরিবারের ননকমিশনড অফিসারকে নিয়ে পালিয়ে গিয়েছিল। বলিষ্ঠ চেহারার যুবকটির চাষি পরিবারে জন্ম হলেও অত্যন্ত সুদর্শন। সামরিক পোশাকে নিশ্চয়ই তার বীরধর্ম প্রকট হয়ে পড়েছিল। তাই সে তার উর্ধ্বতন



Leave a Comment