ভিয়েতনাম ঝড়ের কেন্দ্রে [সংস্করণ-২] | Vietnam Jharer Kendre [Ed. 2]

বই থেকে নমুনা পাঠ্য (মেশিন অনুবাদিত)

(Click to expand)
এবং আরও কিছু কিছু দেখেছিলাম। মাকিন মিলিটারী পুলিশের গাড়ি মাঝে মাঝে রাস্তায় আনাগোনা! sare) সায়গন বন্দরের প্রবেশপথে সান্ত্রীরা বন্দুক উঁচিয়ে চারদিকে লক্ষা রাখছে | বিয়েন হোয়ার রাস্তায় সৈন্যরা একটি ব্রীঙ্গ পাহারা দিচ্ছে। কিন্তু তার বাইরে সায়গন শহরে যুদ্ধের চিহ্নচমাত্র ছিল না]। কারফিউ একটা ছিল বলে শুনেছি রাত একটা কি দুটোর পর থেকে ভোর পাঁচটা THe) সতর্কতার বাবস্থা হিসেবে তার মূল্য কিছুই নেই । আমার মনেই হয় নি আমি এমন একটি cama রাজধানীতে আছি যে-দেশ গত পঁচিশ ধরে প্রায় সমানে যুদ্ধ করে চলেছে | রাস্তায় লোকের ভিড়ের সঙ্গে দেখতাম যেন রঙের TH বইছে | রঙচঙ। ‘AIS দাই” (গলা থেকে গোড়ালি পর্যন্ত ঢাক]! ও কেমর থেকে নিচের দিকে দুপাশে চেরা টিউনিক ধরণের পোশাক ) পরা ভিয়েতনামী মেয়েরা সায়গনের সেই চওড়া চওড়া গাছে-ঢাকা বুলেভার্ডগুলির চেহারাই দিত eo) ফুটপাথগুলি যেন এক- একটি মেলা। তারই মধ্যে খোলা রেস্তোরায় দিন-ভর খাওয়া- দাওয়া চলছে । বিশেষ করে লে লোই, যেটা সায়গনের সবচেয়ে প্রধান রাজপথগুলির একটি, সেখানে ফুটপাথে চলবার উপায় ছিল না। ছিটকাপড়, রেডিমেড জামা থেকে আরম্ভ করে সান- গ্রাস, প্লাস্টিকের চিরুণী, মানিব্যাগ, পুরনে বই, স্যাগুল, বল পয়েণ্ট প্রভৃতি হরেকরকম জিনিসের দঢ্রোকানে ফুটপাথ ঠাসাঠাসি থাকত সব সময়। আর ছিল লোক আর লোক । চারদিকে শুধু লোকের মাথা গিজগিজ করছে। রাস্তায় উপচে পড়ছে। তারই মধ্যে পেডিকাব (সামনে-যাত্রীর-আসন-পেছনে-ড্রাইভার সাইকেল fas) ও ক্ষুদে রেনে ট্যাক্সিগুলি যে যার মতো ছোটাছুটে করছে। ট্রাফিকের নিয়মকানুনের কোনো বালাই নেই । কোথায় পুলিশ, কোথায় কি। সবসময় হুড়মুড় করে চলছে, যেন এক্ষুনি ঘাড়ের ৭১



Leave a Comment