বাংলা মঙ্গলকাব্যের ইতিহাস [সংস্করণ-১২] | Bangla Mangalkabyer Itihas [Ed. 12]

বই থেকে নমুনা পাঠ্য (মেশিন অনুবাদিত)

(Click to expand)
[১৫] দ্বাদশ সংস্করণে প্রকাশকের কথা বাংলা মঙ্গলকাব্যের ইতিহাস বইটির দ্বাদশ সংস্করণ প্রকাশিত হলো । স্বয়ং রবীন্দ্রনাথ ঠাকুর অভিনন্দন জানিয়েছিলেন লেখক আশুতোষ ভট্টাচার্যকে। সময় ১৯৩৯। সেই হিসেবে সত্তর বছর হয়ে গেলো এই বইটি প্রকাশনার কাল। একটি গবেষণাগ্রন্থের সত্তর বছরে বারোটি সংস্করণ গৌরবজনক বটেই। আর এই জনপ্রিয়তার পিছনে আমাদেরও ক্ষুদ্র ভূমিকা আছে বলেই গোপন এক গর্বও আছে। এই এঁতিহাসিক জনপ্রিয়তার অংশ ভাগী আমরাও | এই ধরনের বইয়ের প্রতিটি সংস্করণই যথেষ্ট পরিবর্তন পরিমাতনি প্রয়োজন। কারণ ইতিহাস তো অনড় কোন আবিষ্কারে সীমাবদ্ধ নয়; যা আছে ক্রমে তা আরো পুষ্ট হয়, তথ্য প্রমাণ ঘটনাগুলির বিস্তৃতি ঘটে । লেখক নিজে zs সংস্করণ পর্যন্ত নানা পরিমার্জনা করে গেছেন, নতুন অধ্যায় জুড়েছেন। তারপর লেখকের পক্ষে সম্ভব হয়নি নতুন করে লিখবার; আর আজ এসব ভাবনার বচদূরে তিনি। বইটির নিয়মিত চাহিদার জন্য বারবারই দ্রুত পুনর্মুদ্রণ ব্যবস্থা করতে হয়েছে। কিন্তু পরিমার্জন আর করা যায়নি। এবারেও এ ঘটনার ব্যতিক্রম ঘটলো না। ভাবী পাঠকদের কাছে আজও সমাদৃত হবে এই আশায় দ্বাদশ সংস্করণের ব্যবস্থাপনা। আশা রাখি বিফলে যাবে না। ধন্যবাদ ইতি দীপক ভট্টাচার্য প্রকাশক



Leave a Comment