উদ্বোধন ১০০ | Udbodhan 100

বই থেকে নমুনা পাঠ্য (মেশিন অনুবাদিত)

(Click to expand)
হয়নি। তবে এখানেও ব্যতিক্রম হয়েছে স্বামীজীর ‘aera’ এবং স্বামী ব্রন্মানন্দের “গুরু দি | প্রথম পর্বে যাঁদের রচনা প্রকাশিত হয়েছে, ব্যতিক্রম হিসাবে দ্বিতীয় অথবা তৃতীয় পর্বেও তাদের রচনা অন্তর্ভুক্ত হয়েছে এমন লেখক আছেন চঢারজন--স্বামী বিবেকানন্দ, শ্রীম, গিরিশচন্দ্র ঘোষ এবং “উদ্বোধন*-এর দীর্ঘ ৪৫ বছরের মনস্বী লেখক দিলীপকুমার রায় ব্যতিক্রমের তালিকায় স্বাভাবিকভাবেই আছেন রবীন্দ্রনাথ Sa একটি কবিতা দ্বিতীয় পর্বে এবং একটি প্রবন্ধ তৃতীয় পর্বে অন্তর্ভুক্ত হয়েছে। 'কবিতা'” বরাবরই “উদ্বোধন”-এর পাতায় একটি বিশিষ্ট স্থান অধিকার করে এসছে। কিন্তু প্রথম পর্বে সঙ্কলিত রচনাগুলির গড় দৈর্ঘ্যের তুলনায় কবিতাগুলির গড় দৈর্ঘ্য স্বাভাবিকভাবেই অনেক কম। তাছাড়া, প্রথম পর্বের ১০০টি রচনার মধ্যে 'কবিতা”কে অন্তর্ভুক্ত করলে কবিতার সুদীর্ঘ তালিকার প্রতি সুবিচার করা হতো না। শুধু পূর্ণাঙ্গ রচনা বলেই নয়, সংখ্যাধিক্যের জন্যও কবিতাকে আলাদাভাবে বিবেচনা করার প্রয়োজন বলে আমাদের মনে হয়েছে। সেজন্য দ্বিতীয় পর্বে পৃথগ্ভাবে কবিতার সঙ্কলন করা হয়েছে। এই পর্বে স্বামীজীর 'সখার প্রতি” এবং শ্রীরামকৃষ্ণ সম্বন্ধে রবীন্দ্রনাথের বিখ্যাত কবিতাটি সহ মোট ৫১টি কবিতা নির্বাচিত হয়েছে। তবে এখানেও “CHAT বাছাইয়ে আমাদের অসুবিধা ও অবধারিত সীমাবদ্ধতা আমরা সবিনয়ে স্বীকার করে নিচ্ছি। তৃতীয় ACL আমরা 'ভাষান্তর', “মাধুকরী” ও 'গ্রন্থ-পরিচয়-এই তিনটি বিভাগে মোট ১৬টি রচনাকে অন্তর্ভুক্ত করে 'সঙ্কলন'টির 'যোলকলা' পূর্ণ করতে প্রয়াস পেয়েছি। সমস্ত রচনার বানান ও ক্ষেত্রবিশেষে wows স্থাপনরীতি আধুনিক করা হয়েছে। প্রথম ও তৃতীয় পর্বের রচনাগুলি প্রকাশকালের ক্রমানুসারে সজ্জিত হয়েছে। প্রসঙ্গত উল্লেখ্য, যদিও প্রথম সংখ্যা থেকেই উদ্বোধন”-এ বিভিন্ন বিষয়ে রচনা প্রকাশিত হয়ে আসছে, কিন্তু বিভাগ-শিরোনাম পদ্ধতিটি সাম্প্রতিক সংযোজন। প্রথম পর্বের বিষয়-বিভাগগুলি আমরা সাম্প্রতিক পদ্ধতিকে অনুসরণ করে মির্ধারণ করেছি। দ্বিতীয় পর্ব বা কবিতা aba ক্ষেত্রে কবিদের PTL আমরা যথাসম্ভব অনুসরণ করার চেষ্টা করেছি। এই ASAI মধ্য থেকে সচেতন পাঠক দৃষ্টিভঙ্গি ও লিখনশৈলীর একটি ক্রমবিবর্তনের ধারা আবিষ্কার করবেন। আবার, অতীতের দূরদর্শী রচনায় বর্তমান প্রাসঙ্গিকতারও অনেক নিদর্শন মিলবে। সাহিত্যক্ষেত্রে সাহসী ও সার্থক পরীক্ষা-নিরীক্ষার স্বাক্ষর রয়েছে বহু রচনার মধ্যেই। অতীতের অনেক রচনাই ভবিষ্যং শৈলীর পথপ্রদর্শক হয়েছে। এখানে স্বামীজীর কথা বিশেষভাবে উল্লেখ করা যেতে পারে। তার লেখা অধ্যাপক ফ্রেডরিক ম্যাক্সমমূলারের শ্রীরামকৃষ্ণ-সম্পর্কিত সুবিখ্যাত গ্রন্থের অবিস্মরণীয় সমালোচনাটি (তৃতীয় পর্বে অন্তর্ভুক্ত), যেটি 'উদ্বোধন*-এর প্রথম বর্ষে অর্থাৎ আজ থেকে ১০০ বছরেরও আগে প্রকাশিত, সেটি একেবারে সাম্প্রতিক কালের গ্রন্থ সমালোচনার সমস্ত আঙ্গিক, বৈশিষ্ট্য, গুণ এবং তার চেয়েও আরো বেশি কিছুর নিদর্শনবাহী।



Leave a Comment