For Complaints/Suggesstions related to this material, please clickHere
বই থেকে নমুনা পাঠ্য (মেশিন অনুবাদিত)
(Click to expand)গাড়ীতে উঠতে বেগ পেতে হল ali মারামারি কাড়াকাড়ির ভয় নেই--
দরজায় দাড়িয়ে প্যাসেঞ্জার গাইড, রিসারে'শন নম্বর মিলিয়ে' কামরায় উঠতে
দিচ্ছে । কিন্তু ভেতর ঢুকে দেখি এক সর্দারগোষ্ঠী প্রায় ঘব সংসার বিছিয়ে
ফেলেছে) সেখানে আর তিল ধারণের স্থান নেই। গলাবাজি থেকে ay
হাতাহাতি পর্যন্ত গড়িয়ে গেল। অবশ্য তার নিস্পত্তি হল পিস্ফুল নেগোসিয়েশনে
ও গায়েপড়া মিডিয়েটারের সহায়তায় | গাড়ী ছেড়ে fer) সর্দারজী পাগড়ী খুলে মাথায় হাওয়া লাগিয়ে fra |
আমরাও পুরু বিছানা পেতে পা ছড়িয়ে বসলাম। ক্রমে ভাব জমে উঠল সর্দার-
গোষ্ঠীর সংগে | একটু আগে যে তাদের সংগে লংকাকাণ্ড ঘটে গেছে তা
সঘুণাক্ষরে মনে হয় না। তৃতীয় শ্রেণীর রিসার্ভেশন ব্যাপারটা বড় চমৎকার। হাওড়া ছাড়ালেই
রিসার্তেশন রূপী স্বাচ্ছন্দ্য ডিভোস' করে দিল। এর বিরুদ্ধে আইনজ্ঞ মারফৎ
আবেদন করা চলে না, চলে ফিসিকাল কালচারের অবদান। বীরভোগ্যা
ব্ুন্ধরা--এত কোন ছার তৃতীয় শ্রেণীর তকৃতা । কর্তৃপক্ষকে জানালে আমাদের
দ্বাবী যেন অন্যায় আবদার বলে গণ্য করেন এবং Sante হাসি হেসে উত্তর দেন
--এইত নিয়ম ? মনোগত ভাবটা যেন, থাড ক্লাসের © খদ্দের, অতো হাক ডাক
কিসের ? অবশ্য কর্তৃপক্ষ বলতে যাদের সংস্পর্শে আমরা আসি, অর্থনৈতিক
মানে Stal আমাদেরই সমগোষ্ঠী । হয়ত স্ত্রীর কাপড় জোগাড় করতে গিয়ে,
আগের far তিন ঘণ্টা লাইনে দাড়াতে হয়েছে। কিন্তু আপাত ক্ষমতার মোহে
ক্ষণতরে ভুলে যাই যেসব কথা, মনেহয় আমি একজন দও্ডমুণ্ডের কর্তা গোছের
লোক। এই রিসার্ভেশন নিয়ে একজন অত্যন্ত সিরিয়াস হয়ে মন্তব্য করেন-__কাগজে
কলমে সমাজতান্ত্রিকতা দেখাতে গেলে নাকি এ অন্ষ্ঠানের প্রয়োজন আছে।
পণ্ডিতজীও রেশনের লাইনে দাড়ান, মুন্সীজী মিস-এ-মিল সপ্তাহ পালন করেন,