সূর্য-দীঘল বাড়ী [সংস্করণ-১] | Surja-dighal Bari [Ed. 1]

বই থেকে নমুনা পাঠ্য (মেশিন অনুবাদিত)

(Click to expand)
১৮ "ুর্যদীঘল বাড়ী ডিমই পেড়েছে আজে | ডিম দুটো তুলে সে তুষের ইাড়ির মাঝে রেখে দেয় আলাদা করে। সেখানে আগের ছু'দিনের আরে চারটে রাখা হয়েছে। এক দুই করে গুণে CATA মায়মুন একবার । তারপর ইাস ছুটো ছেড়ে দিয়ে সে চেয়ে থাকে । ছু'তিন বার ডানা ঝাঁপটা মেরে StH ছুটে! ভেসে যায় ধান- খেতের face | মায়মুনের চোখ তৃপ্তিতে ভরে ওঠে । হাত-মুখ ধুয়ে মায়মুন ঘরে আসে । ডিম ছুটে সে বুকের সাথে চেপে ধরে খুশীতে। জয়গুন বলে অই রহম কইর্যা ধইর্যা রাখলেঅই বাচ্চা অইব ?] বেবাকগুল] আও লইয়া আয় আমার কাছে। বাছাই ঝইর্যা দেই । যেই Get awl, হেইডায় অইব আসা, আর যেইডা গোল হেইডায় BSS আসী । গোল দেখে দুটে| ভিম বেছে মায়মুনের হাতে দিয়ে সে আবার বলে-_ অই পাড়ায় fam ote, কেউর মুরগীর উমে দিতে পারস aie | «ARS যা ওর লগে। তোর আর এই বেলা কামে যাওন লাগত না। এ কথায় রীতিমত খুশী হয়ে ওঠে হাঙ্থ। জয়গুন আরে বলে- ছুফরে যাবি EMA WA! আঙা চাইড্যা দিয়া আ'বি। -_চাইড্যাঅই ! aby আশ্চর্য হয়ে যায়--তুমি না হেদিন কইল্যা, পয়লা দিনেরড! কেবল 1 -__ছদুইডা আগ জুম্মার ঘরে কেমন কইর্যা দেই, পাগল ? এক আলির: ক্মে- -_আমরা খাইমু না বুঝিন একটাও 2 -_-তুই আছস তোর প্যাট লইয়া | খেয়ে দেয়ে সবাই বেরিয়ে পড়ে | বর্ষার সময় বাড়ীর চারিদিকে থাকে পানি । বিলের মাঝে একটা দ্বীপের মতো ICT | এ সময়ে নৌকা ছাড়া চলবার উপায় থাকে না। তারা সকলে. তাদের কোষায় চড়ে ওপাড়ায় যায়। জয়গুন নামে মোড়ল বাড়ীর ঘাটে ! সেখানে সে মাঝে মাঝে মোড়লদের ধান ভানে, চিড়া কোটে, ঘর CACY CHT । হাস্থ ও মায়মুন পাড়াময় ঘুরে শেষে দ্বিয়ে এল ডিম দুটো | সাতদিন পরে বসবে সোনা চাচীর মুরগী । তার ফুটবে চোদ্টটা ডিম। তবু সে বলেছিল-_ ছুটে] বাচ্চা হলে তাকে একট! দিতে হবে। অনেক কাকুতি-মিনতি করায় শেষ পর্যন্ত সে রাজী হয়েছে | . গ্রামের মসজিদ ৷ জুম্মার নামাজ হচ্ছে । হাস্থ বাইরে দাড়িয়ে দেখে । সব লোক এক সঙ্গে উঠছে, Tey, সেজদা দিচ্ছে। হাঙম্গুর কেমন ভয় হয়। তারও নামাজের বয়ন হয়েছে । সে ভাবে--বারে বছরের হুলেই তো নামাজ পড়তে হয় |



Leave a Comment