নতুন পাঠশালা [সংস্করণ-১] | Natun Pathshala [Ed. 1]

বই থেকে নমুনা পাঠ্য (মেশিন অনুবাদিত)

(Click to expand)
নতুন পাঠশালা পোয়া মাইল দূরে আশ-স্যাওড়ার জঙ্গলে ভণ্ডি গোচারণের মাঠের পাশে পণ্ডিতমশায়ের পাঠশালা। জীর্ণ ইঙ্কুল-বরখানি দেখে মনে হয়, বৈশাখী ঝড়ে যে-কোন yas বুঝি পড়ে গেল । কিন্তু নতুন বাঁশের টি"কে বছরের পর বছর কালবৈশাখীর হাত থেকে ঘরখানিকে দাড় করিয়ে রাখে | পণ্ডিতমশাই নিজেই ইস্কুলের সেক্রেটারী, শিক্ষক ও চৌকিদার | পণ্ডিতমশাই প্রাচীন লোক। অনেককাল পাঠশালায় পড়াচ্ছে। গীয়ে সম্ভবতঃ একটি চাষীও নেই, যে পণ্ডিতের পাঠশালায় এসে অন্তত ছু'চারদিন বসে নি। চাষীর ছেলে পাঠশালায় দু'চারদিনই আসে, তারপর আর আসে না। ছ-আখর লেখাপড়া! ওদের জীবনে কী-বা কাজে আনে! তাই পণ্ডিতের পাঠশালা নিয়ে কেউ বড় একটা মাথা ঘামায় না। ছেলে পাঠশালায় যাচ্ছে--কথাটা প্রতিবেশীদের সঙ্গে বলাবলি করতে বেশ ভালই লাগে । পণ্ডিতের পাঠশালা যেন অনেকটা সখের ব্যাপার। র্‌ আর পণ্ডিত কি নিজেই তা মনে করে না? পণ্ডিতের পাঠশালায় আসার কোন নিয়মিত সময় নেই। কোনদিন আসে-_-কোনদিন আসেই না। পণ্ডিত না এলে ইস্কুলের ঘণ্টা বাজে না। পাঠশালার উঠানের মাঝখানে যতক্ষণ না ছায়া গড়ায়--ছেলেরা পণ্ডিতের জন্য অপেক্ষা করে। তারপর নিজেরাই ছুটার-ঘণ্টা বাজিয়ে দিয়ে, arate করে বেরিয়ে পড়ে মাঠে | ভারী মজার পাঠশালা । নয় কি ? এমন পাঠশালার ছাত্র কে না 9



Leave a Comment