এর নাম সংসার [সংস্করণ-১] | Er Nam Sangsar [Ed. 1]

বই থেকে নমুনা পাঠ্য (মেশিন অনুবাদিত)

(Click to expand)
এর নাম সংসার “কে” বলে ডাকলে সাড়া দেবার লোকও ছিল আশে-পাশে ৷ ছকুম তামিল করবার হুকুম-বরদার ছিল। লোকে মানত । স্থখে-ছুঃংখে বিপদে-আপদে কর্তামশাই-এর কাছে পরামর্শ চাইতে আসত । আগে তার ডাকে সাড়া না দিলে চাবুক খেতে হত দেউড়ির দারোয়ানের কাছে। এখন আর সে-সব CAS! বন-জঙ্গল হয়ে গেছে চারদিকে । কাল-কাসশ্থুন্দির বন-জঙ্গল হয়ে গেছে সব জায়গায়। হাঁটাচলা নেই । লোকজনের আনাগোন৷! নেই। যেন ভূতের বাড়ি হয়েছে ভট্চাধি-বাড়ি । লোকে বলতো--হবে না, পুরুতগিরি করতে এসে রাজা! হয়ে বসল । এ কী কপালে সয়? একটা ছেলে fer) কীতীশ্বর নিজের নামের ছন্দ মিলিয়ে তার নাম রেখেছিলেন সিদ্ধেশ্বর। কর্তামশাই ডাকতেন fice বলে । ভেবেছিলেন সিদ্ধেশ্বর বড় হয়ে মানুষ হবে | -কে 1 --আমি ! --ও ! আমি ভাবলুম.-- কী ভাবলেন কর্তামশাই কে জানে । সেটা আর মুখে উচ্চারণ করলেন A বড়গিন্লী একেবারে বিছানার কাছে এসে দাড়ালেন | তারপর বললেন--তেল গরম করে এনেছিলুম-_ —ute, দিচ্ছৎদাও, তবে ও আর ভাল হবে না | বলে.বুকের ওপর হাত বোলাতে লাগলেন কর্তামশাই। রোজ শেষ রাত্রের দিকে কেমন যেন একটা! টান ধরে বুকে। বড়- গিন্নী রোজই এই সময়ে আসেন ৷ সরষের তেল গরম করে বুকের ওপর মালিশ করে দেন । তারপর যখন অন্ধকার হয়ে আসে তখন দেয়াল-গিরিটা carat cra | তেল মালিশ করাতে করাতে অনেক সময়ে ঘুমিয়ে পড়েন কর্তামশাই | নাক ডেকে ওঠে 1 হয়তো স্বপ্ন দেখেন । সেই সব আগেকার দিনের za হঠাৎ যেন তার চোখের ৩



Leave a Comment