মধুছন্দা [সংস্করণ-১] | Madhuchhanda [Ed. 1]

বই থেকে নমুনা পাঠ্য (মেশিন অনুবাদিত)

(Click to expand)
কিন্তু সম্পর্ক, ২ সুভাষ নৈনিতালে হুনিমুনের ক'টা দিন কাটাবে বলে সারের স্মারাকে নিয়ে গিয়েছিল। দে পাহাড় লেক চিরদিন তার অত্যন্ত ভাল লাগে-_ কাশ্মীরে যেতে পারত কিন্তু কাশ্মীরে যেন বড্ড ভিড় | কিন্তু wots স্বপ্নেও ভাবেনি যে, তাঁর মধুচন্দ্রিকার আনন্দঘন দিনগুলো বিষে একেবারে কালো হয়ে যাবে | নৈনিতালে পৌঁছবার দিন চারেক বাদে-- শরতের আকাশটা সেদিন আলোয় ঝলমল করছে | মীরাকে নিয়ে বোটিং করবে বলে ঘরে মীরাকে ডাকতে ঢুকেছে, কিন্তু মীরাকে দেখতে পেলে না- অথচ মীরা তো ঘরেই ছিল | কোথায় গেল মীরা মীরা বোধহয় বিছানায় শুয়ে শুয়ে কাউকে চিঠি লিখছিল-_ চিঠি লিখতে লিখতেই কখন এক সময় হয়তো সব বিছানার ওপরে ছড়িয়ে রেখেই বেরিয়ে পড়েছে | রাইটিং প্যাড, কলম, ফোলিও সব ছত্রাকারে ছড়ানো | অর্ধনমাপ্ত একটি চিঠি চিঠিটার দিকে নজর পড়তেই চমকে উঠেছিল স্মভাষ। সৌমিত্র, তুমি কোথায় কত দূরে আজ জানি না। জানবার চেষ্টা করবারও আমার অধিকার নেই। আমি জানি তুমি বিশ্বাস করবে না কিন্তু তবু জানাই, এ চব্রান্তের মধ্যে আমার কোনো হাত ছিল না। এবং হাঁত ছিল না বলেই সে রাত্রে অকস্মাৎ ব্যাপারটা জানতে পেরে ছুটে গিয়েছিলাম তোমার মেসে তোমাকে সাবধান করে দিতে | AT যেন তোমনর পতি নিষুর ভয়ঙ্কর হয়ে উঠেছে। ১৬



Leave a Comment