ওরা সব পারে [সংস্করণ-১] | Ora Sob Pare [Ed. 1]

বই থেকে নমুনা পাঠ্য (মেশিন অনুবাদিত)

(Click to expand)
ওরা সব্‌ পারে ১২ মল্লিক এসে বললেন, “বিশু, যষ্টিচরণের দোকানের কাপড়গুলো কিনেছি । ওগুলো ও নিয়ে যেতে হবে। আর একটা গাড়ি ভাড়৷ কর না হয়। জিনিসপত্র নিয়ে তুমি সোজা বাড়ি চলে যাও। আমি জিরে গাঁয়ে যাচ্ছি, সেখান থেকে বাড়ি যাব 1” “জিরে গায়ে কেন? হরু ঠাকুরের কাছে 9” “হ্যা” হরু ঠাকুর জ্যোতিষী । বেশ বড় জ্যোতিষী । ইতিপূর্বে বিজয় মল্লিকের অনেক অদ্ভুত Aria উত্তর দিয়েছেন তিনি। অনেক উত্তর aaa fara গেছে। তাই বিজয় মল্লিকের খুব বিশ্বাস তার tia বিজয় মল্লিক দক্ষিণাও ভাল দেন। তাই তিনি এলে উৎফুল্ল হয়ে ওঠেন দরিদ্র হরু ঠাকুর । সেদিনও হলেন। “আম্মুন Bray বিজয়বাবু। খবর সব ভালো তো 1” “ভালই। আপনি ভালো আছেন 2” “আমাদের আর ভালো-মন্দ । দিন চলে যাচ্ছে কোন রকমে | আপনাদের অনুগ্রহই আমাদের AVA Wa, কোন প্রয়োজন আছে নাকি ? না এমনিই এসেছেন ?” “হাটে এসেছিলাম | লক্ষ্মীর acy সিন্দুক কিনতে। হাটে ঘুরতে ঘুরতে মনে একটা বাসনা জেগেছে, সে বাসনা পূর্ণ হবে কিনা তাই আপনার কাছে জানতে এসেছি-_” xe পণ্ডিত সামনের দেওয়ালের কুলুঙ্গির দিকে চাইলেন। সেখানে ঘড়ি ছিল একটা 1 সময়টা টুকে নিলেন। “আমার মনে যখন বাসনাটা জাগে তখন আমিও ঘড়ি দেখে সময়টা টুকে রেখেছিলাম |” “ও, তা "হলে তো পাকা কাজ করেছেন | কই দেখি ।”



Leave a Comment