ভাষাপথিক হরিনাথ দে | Bhashapathik Harinath De

বই থেকে নমুনা পাঠ্য (মেশিন অনুবাদিত)

(Click to expand)
এগার কথামুখ দীর্ঘ হলে পাঠকের বিরক্তিপ্রকাশ অনিবার্য এবং এ সত্যের যথাযথ অবগতি সত্বেও বিষয়বৈরাগ্যে যেকালে আমার গভীর, অনাস্থা সেহেতু প্রাসঙ্গিক কিছু তথ্যের অবতারণায় আমি আগ্রহী । উনবিংশ শতাব্দীর মধ্যভাগ পেরিয়ে হরিনাথের জীবনারভের কাল থেকে বিংশ শতাঝ্ীর প্রথমার্ধে তার মৃত্যুকালের সময়সীমার মধ্যে এই বঙ্গভূমি তথা বৃহত্তর ভারতবর্ষে তার কর্মকাণ্ডের বিস্তার | ইতিহাসের পাঠকমাত্রেই অবগত যে এই বিশেষ কালের মধ্যে এদেশের জাতীয়- জীবনে নানাবিধ সামাজিক, অর্থ নৈতিক ও রাজনৈতিক পটপরিবর্তনের পাল৷ চলেছিল এবং Gage তার বিস্তারিত তরঙ্গে এদেশীয় বুদ্ধিজীবীমাত্রেই কোনও না কোনও অর্থে আবতিত হয়েছিলেন; এইপ্রকার যোগাযোগের স্থুত্রে ব্যক্তি ও সমাজের যে সম্পর্কের দিক্‌ স্বভাবতঃংই আবিষ্কৃত বা ব্যাখ্যাত হয়, তার সম্পর্কে আমার Asia উদাসীন্য কোনও অর্থে ই উক্ত সামাজিক সম্পর্কের দায়দায়িত্ব বিষয়ে অস্বীরৃতি নয়। কারণ আমিও মানি যে ব্যক্তি ও সমাজের সম্পর্ক কোনও নাস্তিক্যেই একেবারে নস্যাৎযোগ্য নয়। কিন্তু নিতান্ত জড়বাদীর মতো যেহেতু উক্ত সামাজিক অবস্থাকেই আমি পরম নিয়ামকজ্ঞানে স্বীকার করি না তাই তার সঙ্গে ব্যক্তির জীবনবোধের জন্ম ও বিস্তারের অকারণ যোগাযোগের পক্ষপাতে উৎসাহী হতে আমার বাধে। অন্যপক্ষে বাক্তিকেই আমার নিয়ামক শক্তিজ্ঞানে প্রতিষ্ঠা দিতে আগ্রহ ৷ সেকারণেই হরিনাথের জীবন ও কর্মকাণ্ডের সমগ্র কাহিনীকে আমার অপরিসীম গুরুত্বদানে তাঁর যে ব্যক্তিসত্তা প্রতিষ্ঠা পায়, তা সকল অর্থে ই আধুনিক বিচারপদ্ধতি ও মনস্তাত্বিক বিশ্লেষণকেই প্রশ্রয় দেয়। কেননা কোনও সামাজিকের যে স্বাভাবিক দায়দায়িত্ব. পালন করতে হয় একান্ত জীবনধারণের তাগিদে এবং তারই পরিণামে যে দ্বন্দ ও সংঘাতের মধ্যে তাকে জীবন অতিবাহিত করতে ay, হরিনাথ wi থেকে ভিন্নতর area ছিলেন না এবং উক্ত দ্বন্দ্ব ও বিরোধাভাসে তাঁর মানসিকতাঁও যথারীতি ভারাক্রান্ত হয়েছে, রক্তাক্ত হয়েছে বারংবার। কিন্তু যে পরিশ্রমী নিষ্ঠায় সে cree অদ্ধকার থেকে তিনি উঠে এসেছেন অন্য এক স্থর্যালোকিত পাখিব সত্যে; সেখানেই তার যথার্থ ব্যক্তিসত্তার উদ্বোধন এবং এই উদ্বোধনেই তিনি অনন্ত, তিনি পৃথক এবং তিনি হরিনাথ | আমার প্রয়াস এই হরিনাথকেই আবিষ্কারের, এই হরিনাথকেই উপস্থাপনার পরিশেষে বলা যায়, এতকাল এই wie প্রতিভাধর সম্পর্কে একটি গ্রন্থরচনায় যে অনীহা ও ওুদাসীন্য লক্ষিত হয়েছে আমার এই প্রয়াস তা



Leave a Comment