কিশোর সমগ্র | Kishore Samagra

বই থেকে নমুনা পাঠ্য (মেশিন অনুবাদিত)

(Click to expand)
ভেতরে ভেতরে ক্ষত-বিক্ষত হয়ে পড়েছিলেন, এইবার আর তার চোখের জল বাধা মান্ল না। তিনি একেবারে কেঁদে ফেললেন, তারপর চাদরের খুঁটে চোখের জল মুছতে মুছতে বললেন, বাবা বিনয়, আমারই অন্যায় হয়েছিল, বুড়ো মানুষ, মাথার ঠিক রাখতে পারিনি-_ বিনয় মাথা নেড়ে বললে, না, আপনি গুরুজন, আপনার কাজের ন্যায়-অন্যায়ের বিচার আমাদের কাছে নয়--আমারই অপরাধ হয়েছে স্যার। বিপ্রদাসবাবুর তখন মুখে হাসি, চোখে জল, তিনি বিনয়ের মাথায় হাত বুলোতে বুলোতে শুধু বললেন, বেঁচে থাক্‌ বাবা, তোর ভাল হবে। তিনি চলে গেলেন। সঙ্গে সঙ্গে ছেলেদের মধ্যে উঠল একটা গুঞ্জন, বিস্ময় ও ISA সবাই তখন ফেটে পড়ছে। কিন্তু বিনয় ফিরে এসে তার বেঞ্চে বসল একেবারে ' নির্বিকারভাবে। যে অন্যায় তাকে মনে মনে পীড়া দিচ্ছিল তার প্রায়শ্চিত্ত ক'রে এসে বরং সে যেন উৎফুল্ল হয়ে উঠেছিল। আমি তার পাশে বসে চুপি চুপি বললুম, কি ক'রে বললি তুই বিনয়, আমি ত মরে গেলেও মাপ চাইতে পারতুম না! বিনয় বড়-একটা পীড়াদায়ক কথা কাউকে বল্ত না, কিন্তু সে সেদিন বিদ্রূপের দৃষ্টি মেলে আমার দিকে চেয়ে বললে, তুই কি ছাতাটাই ছুঁড়ে ফেলে দিতে পারতিস্‌? কাজেই মাপ চাইবার কোন দিন তোর দরকারই হ'ত না। WR I এই ঘটনার পর শিক্ষক-মহল যেমন বিনয়ের ওপর আরও প্রসন্ন হয়ে উঠলেন, ছেলেরা কিন্তু ঠিক ততটা হ'তে পারল না। অধিকাংশ ছেলেই তার প্রতি জীপ্রসন্ন হ'ল Hea, অর্থাৎ বিনয় যা কিছু করে তাই নিয়েই মাস্টারেরা বাড়াবাড়ি করেন এই হ'ল তাদের বিশ্বাস। আঁর একদল ছেলে প্রকাশ্যেই ব'লে বেড়াতে লাগল যে, ওটা কাপুরুষ, আমাদের মানইজ্জৎ সব-কিছু ওর জন্য যেতে বসেছে। মজা হচ্ছে এই যে-_এই বিভিন্ন আন্দোলনের মধ্যে সব চেয়ে নিরাসক্তভাবে ছিল বিনয় নিজেই। আমরা, মানে ওর ভক্তরা, উত্তেজিত হয়ে কোন কথার জবাব দিতে গেলে বিনয়ই আমাদের থামিয়ে বলত, তোরা কি পাগল, এই সব তুচ্ছ ব্যাপার নিয়ে কেউ মাথা ঘামায়! মাথা অবশ্য ঘামাতে হ'ল না বেশি দিন, ইতিমধ্যেই আর একটি চাঞ্চল্যকর ঘটনা be | আমাদের স্কুলের ছেলেদের একটি করে সোস্যাল গ্যাদারিং হ'ত প্রত্যেক বছর চৈত্রসংক্রান্তির দিন। তাতে ছেলেরাই গানবাজনা করত, আবৃত্তি করত, অভিনয় করত __ এবং ছেলেরাই শুনত। শিক্ষকরাও এসে শুনতেন rays হয়ে, কিন্তু সে খুব কম। এই উপলক্ষে অল্প একটু খাওয়া-দাওয়া হ'ত; তার Sr ছেলেরাই তুলত, খালি হেড্মাস্টার মশাই একটা মোটা টাকা দিতেন আর ইস্কুল থেকে পাঁচটি টাকা দেওয়া হ'ত। ৮



Leave a Comment