যুগনায়ক বিবেকানন্দ [খণ্ড-২] [সংস্করণ-৩] | Yugnayak Vivekananda [Vol. 2] [Ed. 3]

বই থেকে নমুনা পাঠ্য (মেশিন অনুবাদিত)

(Click to expand)
আমেরিকার প্রথম দিনগুলি ৫ দিয়াছিলে । এখন দীড়াইয়াছে ১৩০ পাউণ্ড। গড়ে আমার এক Hie করিয়া প্রত্যহ খরচ পড়িতেছে। এখানে একটা চুরুটের দামই আমাদের দেশের আট আনা | আমেরিকানরা এত ধনী যে, তাহারা জলের মতো টাকা খরচ করে, আর তাহারা আইন করিয়া সব জিনিসের মূল্য এত বেশী রাখিয়াছে যে, জগতের অপর কোন জাতি যেন কোনমতে এদেশে ঘে'ষিতে না৷ ITH I এখানে আসিবার পূর্বে যেসব সোনার স্বপ্ন দেখিতাম, তাহা ভাঙিয়াছে। এক্ষণে অসম্ভবের সঙ্গে যুদ্ধ করিতে হইতেছে। শত শত বার মনে হইয়াছে, এদেশ হইতে চলিয়া যাই; কিন্তু আবার মনে হয়, আমি একগু য়ে দানা, আর আমি ভগবানের নিকট আদেশ পাইয়াছি। আমি কোন পথ দেখিতে পাইতেছি না, কিন্তু তাহার চক্ষু তো সব দেখিতেছে। মরি বীচি, উদ্দেশ্য ছাড়িতেছি না।” (এ, ৬৩৬১ ) সিদ্ধান্ত তাহার অবিচল রহিল, বিশ্বাসও অটুট রহিল ; কিন্তু aware তো সম্পূর্ণ অস্বীকার করা চলে না, বন্ধুবাদ্ধবহীন Posie মহানগরে রিক্তহন্তে বাস করাও চলে a পরিচিত শুভকামীদের পরামর্শে তিনি far করিলেন, চিকাগে ছাড়িয়৷ আমেরিকার পূর্বকূলে বস্টনে যাইবেন, কেননা ব্যয় সেখানে অপেক্ষাকৃত অল্প ৷ বস্টন পর্যস্ত তাহার রেলের সাথী ছিলেন Age লালুভাই; আর ভগবান 'সপ্রত্যাশিতভাবে একজন সহ্বয় বন্ধু Bis দিলেন, তিনি ম্যাসাচুসেটস প্রদেশের fafe মেডোজ্জ নামক একটি গোলাবাড়ির স্বত্বাধিকারিণী atten শ্রীমতী ক্যাথেরিন এবট স্যানবর্ন। এই Bey অঞ্চলে গমন এবং শ্রীমতী ক্যাথেরিন (বা সংক্ষেপে কেট ) স্যানবর্ন সম্বন্ধে স্বামীজী লিখিয়াছিলেন : “আমি এক্ষণে বস্টনের এক গ্রামে এক বৃদ্ধা মহিলার অতিথিরূপে বাস করিতেছি। ইহার সহিত রেলগাড়িতে হঠাৎ আলাপ হয়। তিনি আমাকে নিমন্ত্রণ করিয়। তাহার নিকটে রাখিয়াছেন। এখানে থাকায় আমার এই স্থৃবিধা হইয়াছে যে, প্রত্যহ এক ode করিয়৷ যে থরচ হইতেছিল, তাহা বীচিয্ন। যাইতেছে; আর তাহার লাভ এই যে, তিনি তাহার বন্ধুগণকে নিমন্ত্রণ করিয়। ভারতাগত এক অদ্ভুত জীব HASTE !!! এসব যন্ত্রণা সহ করিতে হইবেই | আমাকে এখন অনাহার, শীত, অদ্ভুত পোশাকের দরুন রাস্তার লোকের fear --এইগুলির সহিত যুদ্ধ করিয়া চলিতে হইতেছে। প্রিয় বৎস! জানিবে, কোন বড় কাজই গুরুতর পরিশ্রম ও কষ্টস্বীকার ব্যতীত হয় নাই ।” (এ, ৩৬১)।



Leave a Comment