For Complaints/Suggesstions related to this material, please clickHere
বই থেকে নমুনা পাঠ্য (মেশিন অনুবাদিত)
(Click to expand)॥ দুই ঘটনাটা আমার মুখে সবিস্তারে শোনার পর কর্মেল প্রথমে অট্টহাসি হাসলেন।
তারপর গম্ভীর হয়ে গেলেন! তাকে আমার বা কানের পাশটা দেখিয়ে দিলাম।
কারণ সকালে দাড়ি কাটার সময় আয়নায় দেখেছিলাম একটুখানি জায়গা
তখনও লাল হয়ে আছে। আযান্টিসেপটিক মলমও ay দিয়েছিলাম। কর্নেল সাদা দাড়িতে হাত বুলিয়ে বললেন, 'ক্লিফটন রোডের সেই দারোয়ান
পুলিশকে বলেছে, গাড়িটা ক্রিমরঙা। কাজেই সে ঠিক দেখেছিল। তোমার
গাড়ি থেকে জিনস-জ্যাকেট পরা মেয়েটিকেও সে নামতে দেখেছিল। তারপর
মেয়ে ফুটপাত ধরে এগিয়ে wa এ পর্যন্ত সব ঠিক আছে। আব--_-হ্যা,
তোমার গাড়ি কিছুটা এগিয়ে বাকেব মুখে অপেক্ষা করছিল। কিছুক্ষণ পে!
আবার গাড়িটা ফিরে আসে এবং উল্টোদিকে জোবে চলে যায়।' “কিন্তু কাকে সে খুন করতে গিয়েছিল ?" প্রদীপ সিনহাকে | ভদ্রলোকের সনেকরকম BATA আছে। ফিল্ম প্রোডাকশন,
রিয়াল এস্টেট বেচাকেনা, বিল্ডিং কনস্ট্রাকশন, এক্সপোর্ট-ইমপোর্ট' Benth
বয়স চল্লিশের কাছাকাছি।” ওর কথা বলার ভঙ্গিতে বিরক্ত হয়ে বললাম, “ডিটেলস বলুন না ' কীভাবে
ওকে খুন করা হয়েছে, আপনিই বা কোন সমৃত্রে--" আমাকে থামিয়ে কর্মেল বললেন, “কদিন আগে প্রদীপ সিনহাব স্ত্রী
মালবিকা আমার কাছে এসেছিল। তার সন্দেহ হয়েছিল. তার স্বামী কোনো
বিপজ্জনক ফাদে পা TICK) ওঁকে যেন সাবধান করে দিই। তো মালবিকা
আমার পরিচিত। তার বাবা অশোক বায় ছিলেন আমার ঘনিষ্ঠ বন্ধু। একসময়
নামকরা শিকারী fara কর্নেল একটা চুরুট ধরালেন! তারপর একরাশ
TAM ছেড়ে বললেন, “কাল রাত বারোটায় মালবিকা আমাকে ফোন করেছিল।
তার স্বামী বিছানা থেকে কখন নিপাত্তা হয়ে গেছেন। আমি ওকে বললাম,
পুলিশে খবর দাও। পুলিশ এসেছিল ঘণ্টাখানেক পরে। ততক্ষণে বাড়ির
দারোয়ান নরবাহাদুর তার মালিকের লাশ আবিষ্কার করেছে। প্রদীপ সিনহা
বাড়ির পেছনে বাগানেব একটা ঝোপের পাশে কাত হয়ে পড়ে ছিলেন।
মাথার বা দিকে পয়েন্ট ব্যাঙ্ক রেঞ্জে কেউ ওকে গুলি করে পালিয়েছে।
পালিয়েছে পেছনের দরজা দিয়ে। ওদকে একটা কানাগলি আছে।' ১৬