For Complaints/Suggesstions related to this material, please clickHere
বই থেকে নমুনা পাঠ্য (মেশিন অনুবাদিত)
(Click to expand)৪ মহাত্মা গান্ধীর জীবন ও নীতি অকাল বসন্ত
মাত্র কৈশোর, তের বৎসর বয়স, মোহনদাসের কাছে পারিবারিক ও বৈষয়িক
সারের রূপ যেমন তখনো সকল তাৎপর্য ও বাস্তবতা নিয়ে প্রত্যক্ষ হয়ে ওঠেনি,
তেমনি কোন আত্মিক উপলব্ধির wee তার কাছে তখনো পুর্ণ ও প্রবল
আবেদনের রূপে দেখা দেয়নি। দার্শনিক বা নৈতিক সমগ্রতাকে তের বছর
বয়সের কিশোরের বিদ্যাবুদ্ধি ও অনুভব স্পষ্ট ক'রে ধরতে পারবে, এমন আশা
করা যায় না। বরং, SRA করা যায়, মোহনদাসের অস্তর্নোকে হরিশ্চন্দ্রের
ABA ও আত্মত্যাগ এবং easy পিতৃভক্তির আখ্যান যে ছন্দময়
গুঞ্জরণ ছড়িয়ে রেখে গিয়েছিল, তার ফলে তিনি তাঁর চেতনার নেপথ্যে
একটা নতুন জগতের আভাস মাত্র অন্নভব করতেন। মনের মাধুরী মিশিয়ে
রচিত একটি অর্ধকল্পলোক। তেমনি বাস্তব সংসারও তাঁর কাছে তখন
কুহেলিকার মত একটা গভীর রহস্য মাত্র। কল্পনাও সে বয়সে এত কাচা
যে, তার দ্বারা কল্পলোকও তখন রঙীন বা রোমার্টিক হয়ে উঠতে পারে না।
এ বয়সের সংসার দূর বেলাবলয়ের চিত্রলেখার মত নিতান্তই awe কিন্তু এই
সময়েই মোহনদাসের বিবাহ হয়। বিবাহ কি, সে সম্বন্ধে সে বয়সে কোন সত্য
ধারণ| থাকা সম্ভব নয়, তবু সেই বয়সেই তাকে এক সমবয়সী বালিকাকে
জীবনসঙ্জিনীরূপে গ্রহণ করতে হয়েছিল। মহাত্মা গান্ধীর আত্মকথায় প্রথম
প্রণয়ভীত কিশোর দম্পতির পরিচয় পাই ঃ
“বিবাহমঞ্চে বসলাম। ASW হয়ে গেল । স্বামী-স্ত্রী একসঙ্গে মিষ্টি ভাগ
করে CUNT তারপর বরবধূ একসঙ্গে রইলাম, সেই প্রথম রাত্রি। একটি
নিরীহ বালক আর একটি নিরীহ বালিকা না জেনে সংসারসমূষ্তে ঝাপ দিল।
বৌদি শিখিয়ে দিয়েছিলেন, বাসর রাত্রিতে কিভাবে স্ত্রীর সঙ্গে আচরণ
করতে হবে। '*****...আমরা পরম্পরকে যেন ভয় করছিলাম, মনের
মধ্যে .এই ধরণের একটা ভাব fet! তাছাড়া, দুজনের লকজ্জাও
হচ্ছিল। কথ! কেমন করে বলবো, কি বলবে, তা কি জানি? সেকথা
শিখিয়ে দিলেও কি কাজে আসে? *******.... ধীরে ধীরে দুজনে দুজনের
পরিচয় নিতে আরম্ভ করলাম, কথাবলাও আরম্ভ হলো । আমরা দুজনেই
সমবয়সী ছিলাম, তবু স্বামীস্থলভ Sy ais করতে আমার একটুও
দেরী হয়নি ।”