গল্পসল্প | Galpasalpa

বই থেকে নমুনা পাঠ্য (মেশিন অনুবাদিত)

(Click to expand)
বিজ্ঞানী বাঁচা গেল, বাচা গেল । শুনছ গিনি? ১৩ নম্বর শিবু সমাদ্দারের গলি। আর ভাবনা নেই | শুনে আমার মাথামুণু হবে কী | একটা ঠিকান! পাওয়া গেল। সে তো পাওয়া গেল । এখন ছুটো বাড়ির ভাড়া সামলাবে কেমন করে | সে কথা পরে হবে। কিন্তু বাড়ির নম্বর ১৩, গলির নাম শিবু সমাদ্দারের গলি। কেরানির হাত ধরে বললে, ভায়া, বাচালে আমাকে । তোমার নাম কী বলো, আমি নোট-বইয়ে লিখে রাখি। পকেট চাপড়ে বললে, এ যা! নোট-বই আছে এলাহাবাদে ৷ মুখস্থ করে রাখব-- ১৩ নম্বর, শিবু সমাদ্দারের গলি। কুসমি বললে, এই কলম হারানো ব্যাপারটা তো সামান্য কথা। যেদিন ওঁর এক-পাটি চটিজুতো পাওয়া যাচ্ছিল না সেদিন নীলমণিবাবুর ঘরে কী ধুন্ধুমারই বেধে গিয়েছিল । ওঁর স্ত্রী পণ করলেন, তিনি বাপের বাড়ি চলে যাবেন । চাকর-বাকরর! এক-জোট হয়ে বললে, যদি এক-পাটি চটিজুতে নিয়ে তাদের সন্দেহ করা হয় তবে তারা কাজে ইস্তফা দেবে-- তার উপরে সে চটিতে তিন তালি দেওয়া | আমি বললুম, খবরটা আমারও কানে এসেছিল; দেখলেম, ব্যাপারটা গুরুতর হয়ে দীাড়িয়েছে। গেলুম নীলুর বাড়িতে । বললুম, ভায়া, তোমার চটি হারিয়েছে ? "at ধ্সলে,দাদা,হারায় নলি,চুরি গিয়েছে, আমি তার প্রমাণ দিতে পারি। '*৭



Leave a Comment