সূর্যোদয় | Suryoday

বই থেকে নমুনা পাঠ্য (মেশিন অনুবাদিত)

(Click to expand)
হয় না, তেমনি আমাকে সুখে রাখতে, আনন্দে রাখতে ওদের চেষ্টায় বা আগ্রহের সীমা নেই। তবে আবার দুঃখ করছো কেন? ওরে বাপু, ওরা দু'জনেই গর্ভবতী। তারমধ্যে একজন তো আসন্ন প্রসবা। সবার মুখেই হাসি। বলরাম চাপা হাসি হেসে বলেন, কপালগুণে ওরা দু'জন স্বামীর সোহাগ ভালবাসা পেয়ে গর্ভবতী হয়েছে, সে তো আনন্দের কথা। ওহে বন্ধু, এখন যে আমাকে দেখাশুনা করার কেউ নেই। অঘোর বসাক HST শেষ টান দিয়ে এক গাল ধোঁয়া ছেড়েই বলেন, মিত্তির, তুমি সত্বর বিয়ে করো। এই বয়সে আবার বিয়ে করবো? হ্যা, হ্যা, করবে। বসাক মশাই মুহূর্তের জন্য থেমে বলেন, সব চাইতে বড় কথা, তুমি কুলীন কায়েত। তুমি স্বচ্ছন্দে পাচিশ-তিরিশটা বিয়ে করলেও কেউ নিন্দা করবে না। না, তা করবে না ঠিকই কিন্তু... আরে দাঁড়াও, দাঁড়াও ; আমাকে বলতে WIS | বসাক মশাই বলে যান, তোমার বয়স মাত্র পঞ্চাশ..... CNC METH | এ একই ব্যাপার। তুমি রূপবান, স্বাস্থ্যবান, কোম্পানির অধীনে কাজ করে বেশ ভাল আয় করো... আজ্ঞে Syl, তা করি। এই কলকাতা শহরে তুমি প্রায় সাহেবদের মতই বিরাট পাকা বাড়ি তৈরি করেছ, গ্রামেও যথেষ্ট জমিজমাও PAR... নিধিরাম গদ গদ্‌ হয়ে বলেন, কিছু না হলেও যাট-সত্তর বিঘে জমি কিনেছি গত পাঁচ বছরে। বসাক মশাই একগাল হেসে গলা চড়িয়ে বলেন, মিত্তির, তোমাকে কন্যাদান করে ধন্য হবে মেয়ের বাপেরা। বলরাম নিজের উরুতে এক থাপ্পড় মেরে বলেন, ঠিক বলেছেন বসাক মশাই | নিত্যহরি নাকে নস্যি দিয়ে মৃদু হেসে বলেন, নিধিরাম, আমার স্বীয় পিতৃদেব প্রায় শতখানেক বিয়ে করেছিলেন। আমার গর্ভধারিণী ছাড়া এগারজন বিমাতা আমাদের বাড়িতেই থাকতেন। আমার অন্য বিমাতারা পিত্রালয়েই থাকতেন। ১৮



Leave a Comment