For Complaints/Suggesstions related to this material, please clickHere
বই থেকে নমুনা পাঠ্য (মেশিন অনুবাদিত)
(Click to expand)&
পানু ও সুনীল কিরীটী তখনো বুঝতে পারেনি--করালীচরণের মৃত্যুটা একটা সামান্য দুর্ঘটনা
নয়। তার পশ্চাতে একটা কার্যকরণ ছিল।
কিন্তু তার আগে পানু ও সুনীলের ব্যাপারটা জানা দরকার। পানু আর সুনীল-_
রিটায়ার্ড জজ পরমেশবাবুর মেয়ে বিধবা রমার দুটি ছেলে।
পানুর চাইতে সুনীল বছর চারেকের বড় বয়সে।
পানু শাস্ত, ধীর।
সুনীল অশান্ত, অধীর।
সুনীলের বয়স, যোল থেকে আগারোর মধ্যে হবে। ম্যাট্রিক পাশ করে
সে বর্তমানে শ্রীরামপুর কলেজেই আই-এ পড়ছে CALPE ইয়ারে। অস্থির,
চঞ্চল সুনীল একটি মুহূর্তের জন্যও বাড়ি থাকে না। একটা সাইকেল আছে।
সেটায় চড়ে দিবারাত্র টো টো করে কোথায় যে ঘুরে বেড়ায় তা সেই জানে।
আর পানুর বয়স বছর পনের-কিশোর বালক।
সুনীলের গায়ের রঙ ফর্সা-টক্টকে একেবারে গোলাপের মত, আর
পানু কালো।
কিন্তু সেই কালোর মধ্যেও যেন অপরূপ একটা শ্রী আছে।
অপূর্ব একটা লালিত্য--লাবণ্য।
রোগা লিকলিকে চেহারা সুনীলের | হাওয়ায় হেলে ATH | একমাথা রুক্ষ
এলোমেলো চুল। সাতজন্ম তেলের সম্পর্ক নেই বললেই চলে। কত রকমের
উদ্ভট খেয়ালই যে শ্রীমান সুনীলচন্দ্রের ছোট মাথাটার মধ্যে ঘূর্ণির পাকের
মত পাক CAA খেয়ে ফেরে তা সেই জানে।
'পানু-স্কুল ছাড়া সর্বক্ষণ প্রায় বাড়িতেই থাকে। নিজের বই-খাতা-পত্র
পড়াশুনা নিয়ে ডুবে থাকে।
আর সুনীল-_
প্রায়ই সে তার সাইকেল চেপে দু'চার দিনের মত কোথায় যে ডুব দেয়।
আবার হয়ত হুট করে একদিন ধুলি ধূসরিত দেহে SAIN হাপাতে আসে
ফিরে বাড়িতে। ১৬