For Complaints/Suggesstions related to this material, please clickHere
বই থেকে নমুনা পাঠ্য (মেশিন অনুবাদিত)
(Click to expand)anata | আয়নার আমি-কে চোখে-চোখে জিজ্ঞাসা করেছি, তুমি কি
কাপুরুষ? সত্যি? বোধ হয় ঠিকই বলেছিলে। সাহস থাকলে হয়তে৷ তোমার বিয়েয়
যেতুম। কোমরে গামছা বেঁধে, জামার হাতা গুটিয়ে অভ্যাগতদের লুচি-
সন্দেশ যাচাই ক'রে ফিরতুম। অতটা পারিনি | কলকাতায় শরীর টি'কছে ন। এই ছুতোয় ট্রান্সফার
নিয়ে মফস্বলের একটা কলেজে চ'লে এসেছি | তারপর কতদিন হ'য়ে গেল, তোমাকে চোখেও দেখিনি। আবার
হারাইওনি | যখনই চোখ বু'জেছি, তোমাকে পেয়েছি। সেই স্বরকে,
তোমার ছোয়াটুকুকে | তর্জনী দিয়ে কপালের কাটা দাগটা ছুয়েছি। আমার মন ওষধির মতো | তাতে ভালোবাসা একবারই ফলেছিল।
ফুলশয্যার রাত্রিও আমার জীবনে বারে-বারে এসেছে। তুমি ছিলে না,
কিন্তু তোমার ভাবনা তো ছিল । একটি ভাবনাও fafa রাত্রিতে রক্ত-
মাংসের শয়মমঙ্গিনীর মতোই হতে পারে, হয়েছে | তারপর এই এতদিন পরে তোমার সঙ্গে আবার CHA হ'ল। yor) কিছু কৌতুকের। একে শেষরাত্রি, তাতে রাজা-কি-মপ্তী
স্টেশনে আলোর Wea ভালে নয়। বাঙালী ব'লে সন্দেহ al হ'লে
লক্ষ্যই করতুম না সেই প্রৌঢ় ভদ্রলোকটিকে, শীতে জড়সড় যিনি এক
হাতে tee এবং অন্য হাতে ছুটি শিশুকে সামলাতে গিয়ে ঘেমে
উঠছিলেন। তারপর কুলিকে কথা বোঝানো, সেও কি কম হাঙ্গামা।
বাংলায় বললে সে তবু হয়তো কিছু বুঝত, কিন্তু ভদ্রলোক কেবলই
'হায়-হায়' ক'রে যেন তার আক্ষেপটাই প্রকট করছিলেন | তাঁকে ঠেলে
সরিয়ে যে-মহিলা অতঃপর এগিয়ে গেলেন, তিনি যে তুমি তা কী ক'রে ১৮