বিপ্লবী যতীন্দ্রনাথ [সংস্করণ-১] | Biplabi Jatindranath [Ed. 1]

বই থেকে নমুনা পাঠ্য (মেশিন অনুবাদিত)

(Click to expand)
বিপ্লবী যতীঙ্দ্রনাথ AAG হইতে থাকে। ইহাদের আশুয় Shan সাধারণ রাষ্ট্রীয় শীলাপ- আলোচনা ও আন্দোলন অত্যস্ত মদ্বর গতিতে অগ্রসর হইতে থাকে। এই ধরণেরই একটি প্রতিষ্ঠান কিছুদিন পরে ভারতীয় জাতীয় কংগ্রেসে রূপান্তর লাভ করে। অপর দিকে স্বল্পসংখ্যক তরুণের মধ্যে আর একটা মানসিক আবহাওয়া ধীরে ধীরে গড়িয়া উঠিতে আরম্ভ করে। এই গড়িয়| উঠিবার মূলে একদিকে ছিল হিন্দু লংস্কতির Fa চেতন| আর একদিকে ছিল হইয়োরোপীয় বিপ্লবান্দোলনের প্রেরণা, রীতিনীতি ও আদর্শ। ভারতবর্ষের তিনটী প্রদেশ--বাংলা, পাঞ্জাব ও মহারাষ্ট্রে প্রায় একই সঙ্গে এই মানসিক আবহাওয়৷ ও নব নব চিন্তা সক্রিয় ete উঠিতে আরম্ভ করে ও জীবনাদর্শের সুস্পষ্ট ক্রিয়া প্রত্যক্ষ হইতে থাকে। মহারাষ্ট্রে মারাঠী জীবনাদর্শ ও সংস্কৃতির কেন্দ্র ছিল ths এই আদর্শ ও সংস্কৃতিকে ধারণ করিয়া রাখিয়াছিলেন চিৎপাবন ব্রাহ্মণেরা ৷ ইঁহাদেরই পূর্বপুরুষ ছিলেন নানা ফাড়নবিশ এবং পেশোয়ারা-_ যাহাদিগের নিকট হইতে Sate মারাগী-স্বাধীনতা কাড়িয়া লইয়াছিল | চিৎপাবনদিগের মধ্যে এই পরাজয়ের গ্লানি চিরদিন সজাগ ছিল এবং সেই গ্লানিরই প্রতিক্রিয়া রূপে তাঁহারা শিবাজীর স্বতি ও জীবনাদর্শ সজাগ রাখিবার চেষ্টা করিয়াছিলেন। শিবাজীর জীবনাদর্শ ছিল fey স্বারাজ্য, এবং কৌশলে ও বাহুবলে FS ও আত্মবিলোপী কর্ম'পদ্ধায় সেই দ্বারাজো্যের প্রতিষ্ঠা । প্রব্লপ্রত্যপান্বিত ইংরাজের সামরিক বলের বিরুদ্ধে সম্মুখ sway at কার্যকর হইবার কথা নয়; বিশেষত এদেশে জঅঅস্ত্র-আইন গ্রচলিত। কাজেই ath স্বাধীনতা-কর্মিগণকে অদ্য উপায়ের কথা তাবিতে হইয়াছিল। আর সে উপায়ের সন্ধান তাঁহারা পাইয়াছিলেন সমসাময়িক যুরোপের ৫



Leave a Comment