মহিমময় ভ্রাতৃবৃন্দ | Mahimmoy Bhratribrinda

বই থেকে নমুনা পাঠ্য (মেশিন অনুবাদিত)

(Click to expand)
মহিমময় ভ্রাতৃবৃন্দ ১৯ আগে আস্তিওকাস মাসিডোনিয়ানদের নিয়ে মিশর আক্রমণ করে। সেনেট যুদ্ধে সায় দিতে পারেননি। তাই তারা পপিলিয়াস লেনাসের মারফতে একখানা চিরকুট পাঠিয়ে দেন । কোনো সৈন্য পাঠানো হয়নি। শুধু একখান) চিঠির মারফতে সেনেটের অসন্তোষ জানানো হয়! ভাববার GT আস্তিওকাস চব্বিশ ঘণ্টা সময় চায়; কিন্তু লেনাস বললে, সে মাত্র চব্বিশ মিনিট সময় দিতে পারে । আমার বিশ্বাস, আঠারেো| মিনিটেই আস্তিওকাস মনস্থির করে ফেলেছিল 1 “আমরা গ্রীকও নই, মিশরিও নই ।” রোমানকে জানাই । “ইছদি আমরা | শান্তিকামী হয়ে আসেন তো বন্ধুভাবেই হাতে হাত মেলাব। ছকুমটা যুদ্ধের সময়ের জন্য জমা রাখুন ।” 'আপনিই সত্যি ম্যাক্কাবি * মাথা নেড়ে রোমান বলে । হেসে সে আমার হাতে হাত দেয় এবং সেইদিনই বিকেলবেলা নিবিষ্টমনে আমার বিচার লক্ষ্য ক্‌রে। আগেই বলেছি এটা নিসান মাস। মাসের প্রথম । ফুলে ফুলে গোটা দেশ এ সময় ছেয়ে যায়। ভূমধ্যসাগরের বক্ষে দশ-বিশ মাইল দূর থেকেও টের পাওয়া যায় এ BH! পাহাড়ের মাথায়, পর্বতের আশেপাশে চিরসবুজের দল ঝেরে ফেলে দেয় তুষার আর নীহারের বোঝা -__স্মান করে নিজেদের গম্ধ তেলে! সিডার গাছের ডগায় ডগায় দেখা দেয় চকচকে সবুজ মঞ্জরী | ছিপছিপে বার্চ-গাছগুলো দেখায় বিবাহ-বাসরে ASA] তরুণীদের মতো । দলে দলে মৌমাছি ছুটে আসে মধুর খোঁজে । মানুষের মুখে মুখে খুশির গান। এমন মধুক্ষরা দেশ সার দুনিয়ায় আর ছুটি নেই ! কোথাও খুঁজে পাবেন না TREAT এমন মধুর দেশ, VHT এমনি সোনার মাটি । আমি সাইমন আমার কক্ষে বসলাম । লোকে বলে, ম্যাক্কাবি এখানে বসে বিচার করেন । সেদিন যারা আসে, তাঁদের মধ্যে এক চামার ছিল | সঙ্গে চোদ পনেরো বছরের একটি বেদুইন দাস । রোমানটি ঘরের এক পাশে বসে ৷ ময়লাটে বেঁটে চেহারা | বেশ গাট্রাগোট্রা । নগ্ন পা কালচে লোমে ঢাকা। প্রশস্ত মুখে Pec ডগা-বাকানে]| নাক । আমাদের জাতের লম্বা গড়নের লাল কি পিঙ্গল দাড়িওল] লোকজনের মধ্যে তাকে অদ্ভুত এক পরদেশীর মতো দেখাচ্ছে । আমাদের চারপাশের অ-ইহুদিদের মতো রোমানটিরও কোনে দাড়ি নেই | পরিষ্কার- কামানো] গাল । পায়ের উপর পা তুলে পাঞ্জায় থুতনি ভর করে সে সবকিছু দেখছে-শুনছে। ঠোঁটে কপট বাকা হাসি-রেখা। নিজেদের সামাজ্যের মধ্যে পরস্পর যুদ্ধবিগ্রহ না করার রীতি কায়েম করে, রোমের প্রসারিত হাত পলকের ay শাস্তিকামী জুদিয়ার কড়া পাঞ্জা স্পর্শ করে তাকে অসভ্য বর্বর বলে মনে করছে। অরাক হয়ে ভাবছে হয়ত, কবে রোমান লিজিয়ন পাঞ্জা! কষে এদের



Leave a Comment