For Complaints/Suggesstions related to this material, please clickHere
বই থেকে নমুনা পাঠ্য (মেশিন অনুবাদিত)
(Click to expand)কাঁধে বসিয়ে অন্যটা হাতে নিতে যাবে, এমন সময় খিলখিল করে হাসি । চারদিকে
তাকায় বংশী । একটা শিরিষ গাছের আড়াল থেকে বেরিয়ে আসে বিদ্দিয়া।
: এ তু, কেইসা মরদ রে? ভার নেই, বাঁক নেই-__দু*দুটা গাগরা লিয়ে পানি
face আইছিস? হিহিহি--
এরকম পরিস্থিতিতে বংশীর রেগে যাবার কথা। আজ কিন্তু সে বিদ্দিয়ার
আচরণে রাগতে পারলো AT | জিজ্ঞেস করে : তোর তাতে কি?
: কুছ নেহি। হট্, হাতেরটা হামাকে দে। হামি লিয়ে যাবে।
বলে সে তাকালো বংশীর মুখে |
: ডর্ মাতৃ , হামি তোর ঝুপড়িতে পৌঁছিয়ে দিবে।
ংশী রুখে দাঁড়ায়।
: তুই লিয়ে যাবি ক্যানে ? আমি তেমন মরদ লয় রে। আমি দুকাঁধে দুটো
কলসী লিয়ে যাবার তাগদ রাখি! জানিস?
: আরে যা যা। ঢের তাগদ দেখা হ্যায় হাম। হাতের গাগরা ছোড়্_
বিন্দিয়া কোনাকুনি তাকায় বংশীর চোখে ৷ বংশীর বুকের ভেতরটা শিরশির
করে ওঠে, হাতটা কেমন শিথিল হয়ে যায়। সত্যি, বিস্দিয়া জাদু জানে। শরীল
দুলিয়ে মাথায় কলসী নিয়ে সে বংশীর আগে-আগে চলতে থাকে। যেতে যেতে
থমকে দাঁড়ায় বিদ্দিয়া। ফিরে তাকায় তার দিকে ।
: তু ঘোষবাবুকা দারোয়ান আছিস্ । নেহি?
:ই।
: তু ঘোষবাবুকে বলে হামার আদ্মিকা এক্ঠো কাম জুটিয়ে দে না-_
: তোর আদ্মির কাম?
:হা।
:কি কাম?
: এই দারোয়ানি-টারোয়ানি-_
: তোর আদ্্মি PAT ?
বিন্দিয়া একথার কোন জবাব না দিয়ে তাকে YR করে : তোর সাদি হয়েছে?
: তাতে তোর কুন্ কাম?
বিস্দিয়া খিল beet করে হেসে ওঠে।
:কৈসা আদ্মি রে তু? সাদি নেহি হোনে সে মরদ কৈসে হোয়?
হঠাৎ ওর গলায় হাসির তোড় কমে যায়।
: এত উমরেও কি তোর সাদি হয় নি? আওরত কাঁহা?
বংশীর এই দশ সনে “আওরত?* কথাটা জলভাত হয়ে গেছে। তার আগে
চটকলে কথাটা CT প্রথম QAR | তখন তার আওরত তার সঙ্গেই থাকতো |
এখন TAR সে ACH : আল্লার আওরত নেই। ১২