হুমায়ূন আহমেদের হাতে পাঁচটি নীল পদ্ম | Humayun Ahmeder Hate Panchti Neil Padmo

বই থেকে নমুনা পাঠ্য (মেশিন অনুবাদিত)

(Click to expand)
হ্যা। বেচারা ঘুমায় মেঝেতে পাটি পেতে | বাধ্য হয়ে ভাবিকেও তাই করতে হয়। একে বলে পোয়েটিক জাসটিস। আচ্ছা, তুমি এমন মুখ ভোতা করে বসে আছ কেন ? কথা বল। কী কথা বলব ? কী কথা বলবে সেটাও আমাকে বলে দিতে হবে ? ইন্টারেস্টিং কোনো কথা বল। বাসর রাতের কথা বাকি জীবনে অসংখ্যবার মনে করা হবে-_ কাজেই কথাগুলি খুব সুন্দর হওয়া উচিত৷ মনজুর খানিকক্ষণ চুপ করে থেকে বলল, তোমাদের বাথরুমটা কোন দিকে ? মীরা হেসে ফেলে বলল, তোমার প্রথম কথা আমার কাছে যথেষ্ট ইন্টারেস্টিং মনে হয়েছে। দ্বিতীয় কথাটা কী 1? ফুলের গন্ধে আমার নিঃশ্বাস বন্ধ হয়ে আসছে। ফুলগুলোকে অন্য কোথাও রাখা যায় না ? না। আর কিছু বলবে ? ইন্টারেস্টিং আর কিছু তো মনে আসছে না । তুমি বল, আমি শুনি | বলতে বলতে মনজুর হাই তুলল। মীরা বলল, তোমার ঘুম পাচ্ছে নাকি ? Bt গত দুই রাত এক ফোৌটা ঘুম হয় নি। আমার ছোট্ট বাসা আত্মীয়স্বজনে গিজগিজ করছে-_ শোব কী, দাড়ানোর জায়গা পর্যন্ত নেই | খুব বেশি ঘুম পেলে ঘুমিয়ে AG | বাসর রাতে যে বকবক করতেই হবে এমন কথা নেই। মশারি ফেলবে না ? দরজা-জানালায় নেট লাগানো-_ মশা আসবে না, তাছাড়া ঘরে ফুল থাকলে মশা আসে না। ফুলের গন্ধ মশারা সহ্য করতে পারে AT তাই নাকি ? জানতাম না তো ! ঘুম পেলে শুয়ে AT | মনজুর শুয়ে পড়ল | এক ঘুমে রাত কাবার | মনজুরের ধারণা, সবচে' আরামের ঘুম সে ঘুমিয়েছে বাসর রাতে | কাফে লবঙ্গ চা খেতে খেতে মনজুর আজ সারাদিনে কী কী করবে ঠিক করে ফেলল। তার ভিজিটিং কার্ডের উল্টো পিঠে এক দুই করে লিখল, (১) অফিস, সকাল দশটা | (2) বড়মামার সঙ্গে কথাবার্তা এবং তার অফিসে দুপুরের খাওয়া | (৩) খালাকে চিঠি লেখা এবং নিজ হাতে পোস্ট করা৷ (8) ইদরিসের সঙ্গে ঝগড়া । সন্ধ্যায়, তাকে তার বাসায় ধরতে হবে] (৫) মীরার সঙ্গে টেলিফোনে কথা বলা । [রাত দশটার পর] ১৬



Leave a Comment