For Complaints/Suggesstions related to this material, please clickHere
বই থেকে নমুনা পাঠ্য (মেশিন অনুবাদিত)
(Click to expand)রাজা রামমোহন রায় 9 শঙ্কিত হইয়া পড়ে। সুতরাং রামমোহনের পিতামাতাও শঙ্কিত হইয়া পড়িলেন। কিন্তু
অবশেষে পুত্রের আগ্রহই জয়ী হইল। রামমোহন আরবি শিখিবার জন্য পাটনায় প্রেরিত
হইলেন। আরবি ভাষা শিক্ষা করিতে তাহার তিন বৎসর লাগিয়াছিল। বারো বৎসরে
তিনটি ভাষায় যাহা শিখিবার ছিল, mes তাঁহার অধিকারডভুক্ত হইয়া পড়িল। হিন্দুদের মূর্তির প্রতি বিদ্বেষ এই সময়েই তাহার মনে সাড়া দেয়। মুসলমানদের
সঙ্গে থাকিয়া এবং মুসলমান-গ্রন্থ পড়িয়া প্রতিমা-পূজার প্রতি তাহার ঘোরতর অশ্রদ্ধা
জাগিয়া উঠে। তখন হইতেই তিনি মূর্তি-পূজার বিরুদ্ধে সুযোগ পাইলেই তর্কযুদ্ধে অবতীর্ণ
হইতেন। পাটনা হইতে তিনি সংস্কৃত শিক্ষার জন্য বারাণসীতে গমন করেন। স্কৃতভাষা শিক্ষা করিতেও তাহার বিশেষ বেগ পাইতে হয় নাই। অতি অল্প দিনের ভিতরেই সাহিত্য, দর্শন, উপনিষদ, বেদাস্ত প্রভৃতি শাস্ত্রে তিনি পরম পণ্ডিত হইয়া উঠিলেন।
উপনিবদ প্রভৃতির ভিতর তাহার মন যাহা খুঁজিয়া ফিরিতেছিল, তাহাই লাভ করিল।
মূর্তি-পূজার অসারত্ব সম্বন্ধে তাহার মনে যতটুকু সংশয় ছিল, তাহাও ঘুচিয়া গেল; সঙ্গে
সঙ্গে হিন্দুধর্মের ও সমাজের কুসংস্কার সম্বন্ধে তিনি তীব্রভাবে আলোচনা আরম্ভ করিঙ্গেন।
তিনি যাহা সত্য বলিয়া মনে করিতেন, বৃদ্ধদের মুখের উপরেও তাহা ব্যক্ত করিতে
দ্বিধা বোধ করিতেন Al) সুতরাং বারাণসীর পণ্ডিত-সমাজ তাহার উপর অতিমাত্রায় ক্রুদ্ধ
হইলেন। কিন্তু বালকের wifes, যুক্তির ধারা এতই প্রবল ছিল যে, তাহাকে উপেক্ষা
করা চলিত না। যুক্তিতর্কে আটিতে না পারিয়া অবশেষে পণ্ডিতেরা তাহাকে বিধর্মী আখ্যা
দান করিলেন। এই সময়েই প্রতিমা-পুজার অযৌক্তিকতা দেখাইয়া রামমোহন তীহার
প্রথম পুস্তক প্রকাশ করেন। সে সময়ে তাহার বয়স মাত্র যোলো বৎসর। | সংস্কৃত পড়া শেষ করিয়া রামমোহন দেশে ফিরিয়৷ আসিয়াও এই যুদ্ধ হইতে নিবৃত্ত
হইলেন All নিজের পুস্তকে তিনি যে মত এবং যুক্তি বাবহার করিয়াছিলেন, এখানেও
তাহারই প্রচার আরম্ভ করিয়া দিলেন। পিতামাতা, আত্মীয়স্বজনের উপদেশ ত ব্যর্থ হইলই,
তাহাদের শাসনেও তাহার মন টলিল না। অবশেষে পরম বৈষ্ণব, গোঁড়া হিন্দু aay
রায় ধর্মদ্রোই৷ পুত্রকে গৃহ হইতে বহিষ্কৃত "করিয়া দিলেন! যোলো বৎসরের বালক গৃহ হইতে বিতাড়িত হইয়াও ভীত হইলেন না। রামমোহন
দেশ-দেশাস্তরে ঘুরিয়া বেড়াইতে লাগিলেন। এখনকার মত তখন রেল বা স্টিমারের
সৃষ্টি হয় নাই। তিনি পায়ে হাঁটিয়াই নানাস্থানে ভ্রমণ করিতে লাগিলেন। এই ভ্রমণের
ভিতর দিয়া তাহার যে অভিজ্ঞতা লাভ হইয়াছিল, তাহার জীবনে তাহার ye অল্প
ছিল All এইরূপ ভ্রমণ করিতে করিতে তিনি সুদূর fees উপস্থিত হন। সেখানেও
ধর্ম ও সমাজের নানারূপ কুসংস্কারের farce তিনি মহা আন্দোলন জাগাইয়া
তুলিয়াছিলেন। তাহার বক্তৃতার ফলে অনেকগুলি লোক তাঁহার sear হইয়া উঠে।
তাহারা তাহাকে হত্য করিবার জন্যও চেষ্টা করিয়াছিল। কিন্তু কতকগুলি স্লেহ-কোমলা
WMA. AINA চেষ্টায় তাহাদের সে ABH ব্যর্থ হয়। সেই মেয়েদের কাছে খণের
কথা রামমোহন জীবনে কখন বিস্মৃত হন নাই; সমস্ত জীবন ধরিয়া মেয়েদের প্রতি