For Complaints/Suggesstions related to this material, please clickHere
বই থেকে নমুনা পাঠ্য (মেশিন অনুবাদিত)
(Click to expand)বিদায় নিতে নিতে কমাণ্ডিং অফিসার ওকে বলে, শুধু মিত্রই কিছু শোনালে না! ও লাজুক হাসে।
— আমার যে এসব কিছুই আসে না স্যর, আমি আপনার লায়লার গানে নেচেছি! এ কথায় বাকি
সবাই হেসে ওঠে | কমাণ্ডিং অফিসার চলে গেলেও ছল্লোড় চলে। সার্জেন্ট বান্সল ও নন্দ সিং
ওকে নিয়ে অশ্লীল মজা BES | এই পরিবেশে এসব খারাপ লাগে না। বরং অনেক আত্তরিক মনে
হয়। দিলকুমার বমি করতে শুরু করলে সব ছল্লোড় থেমে AA | নন্দ সিং ওকে জোর করে লেবুর
রস খাওয়ায় । ভিনোদ মুখ ধুইয়ে দেয় । তারপর ধরাধরি করে ওকে বিছানায় শুইয়ে দিয়ে তখন
ভিনোদ-সরোজরা যে যার বিলেটে চলে যায়। অলোকরা শুয়ে পড়ে | নতুন বছর জেগে থাকে স্লিপিং ব্যাগে | ঘুম আসে না। সবার কথা
মনে পড়ে | মা-বাবা-ভাই-বোন-স্ত্রী-কন্যা। তোড়ার কথা মনে পড়তে ভ্রমে ও-ই সমস্ত অস্তিত্ব
জুড়ে থাকে | ওর আধো কথাবার্তা, বিজ্ঞের মতন চিত্তা-ভাবনা করে সব প্রশ্নের গুছিয়ে জবাব
দেওয়ার চেষ্টা, মায়ের মতন সব জিনিস গুছিয়ে রাখার প্রবণতা-_ সব মনে পড়ে | তখনই দুপুরে
শোনা সেই পাখিটার ডাক আবার শুনতে পায়। এত রাতে এত ঠাণ্ডায় কোন্ পাখি ডাকবে?
অলোক নিশ্চিত-_ এটা ওর ভ্রম WaT | তবু পাখির ডাক চলতে থাকে | অলোক ছটফট করে।
কেমন করুণ ভাবে ডাকছে পাখিটা। ওর মনের পাখি বা ভ্রমপাখির এই ডাক এতক্ষণে উপভোগ
করতে শুরু করে ও । ঝিম মেরে পড়ে থাকে বিছানায়। প্রবল বাতাসে চারপাশের কোন কাণ্ডে
আর একটাও পাতা থাকবে A | সব ঝরে যাবে। সব ঝরে যাচ্ছে আজ। খুব কষ্ট হয় ওর ৷ অনেকক্ষণ শুয়ে থাকার পর সবে চোখ লেগেছে তখনই চেঁচামেচি। -__-আগ A] গয়া,
আগ-আগ — চিৎকার ধড়মড়িয়ে ওঠে অলোক | তাড়াতাড়ি ওভারঅল পরে ছুটে বেরোয়।
পাশের বিলেটে আগুন। যেরকম হাওয়া চলছে ওদের বিলেটে লাগতেও দেরি লাগবে না।
আশেপাশের সমস্ত বিলেটের এয়ারম্যান ও লাদাখি বাচ্চরা কাঁচা বরফ ও বস্তা-বস্তা বালি ছৌড়ে।
অলোকও হাতের সামনে যা পায় তাই ছুঁড়ে আগুনে ফেলে। তখনই শোর ওঠে — ভি-নো-দ,
ভি-নো-দ-_ ক্যায়া হুয়া? কেউ আর্ত স্বরে বলে, জ্বল গয়া, ভি-নো-দ-_ ভিড়ের দিকে ছুটে যায় অলোক | সবাই ধরাধরি করে বালির উপর শুইয়েছে। যন্ত্রণায় আর্ত
চিৎকার করছে ভিনোদ। ছুটে গার্ডপোস্টে টেলিফোন করতে গিয়ে অলোক দেখে সরোজ তখন
HGH হাতে VIF ডাকছে। ও আবার ছুটে আসে | আর তারপরই আবার প্রচণ্ড শ্বাসকষ্ট
শুরু হয় ওর। তাড়াতাড়ি গিয়ে জয়স্তকে জাপটে ধরে। জয়ন্ত ওর বুক ম্যাসাজ করে। ভিনোদের
আর্তনাদ এখন গোঙানিতে পরিণত হয়েছে। চামড়া পোড়া গন্ধ বেরিয়েছে। SIPC এসে
Waly ওকে নিয়ে জেনারেল হাসপাতাল ছোটে । ঘন্টাখানেক পর আগুন নেভে। ততক্ষণে বিলেটটি প্রায় ভস্মীভূত। কুড়িজন ছয়ারম্যানের
সব জিনিসপত্র পুড়ে গেছে। ওরা হয়ত শোয়ার আগে বুখারি বন্ধ করে নি। কোথাও BS জমে
বুখারি ফেটে গিয়েই এই অগ্নিকাণ্ড। বিলেটে গিয়ে বিছানায় শুইয়ে আরো কিছুক্ষণ বুক মালিশ
করে জয়স্ত। জল গরম করে খেতে CHA | তারপর গিয়ে ও স্বাভাবিক SH | অলোকের মনে পড়ে ১৪