বিখ্যাত বিচার কাহিনী [সংস্করণ-১] | Bikhyato Bichar Kahini [Ed. 1st]

বই থেকে নমুনা পাঠ্য (মেশিন অনুবাদিত)

(Click to expand)
বিখ্যাত বিচার কাহিনী “প্রিয় হারি, পরের চিঠিতে অতি অবশ্যই জানাবে যে, সর্নিগমীর (Heat- stroke) মৃত্যুতে কি মুখের আকৃতি ও রঙ কালো হয়ে যায়? এর মৃত্যু কি খুবই কষ্টকর, না এতে মানুষ শীগ্‌গিরই অজ্ঞান হয়ে ep এমনি সব পরিণতির মধ্যে যতই দিন যেতে থাকে, ততই আরো উদ্দাম হয়ে ওঠে faery ফুলামের প্রেম। তার সমস্ত চিঠিগুলির মধ্যেই লেলিহান লালসার চিহ্ন--প্রেমাম্পদের কাছে নিজেকে নিবেদন করার নানা রঙ-ঢঙ ও ভাষায় পরিপূর্ণ ৷ তার এই সময়কার আর একখানি চিঠিতে স্বামী-হত্যার ছুর্দমনীয় কামনার কথা অত্যন্ত স্পষ্টভাবে প্রকাশ পায়। এই চিঠিতে মিসেম্‌ ফুলাম লিখেছেন: “প্রাণপ্রিয়, আমি মন স্থবির করে ফেলেছি। এই বৃহস্পতিবার ২৭এ খাবার সময় সেই তরল পদার্থটি নিশ্চয়ই ওকে থা ওয়াব ! পাচককে আমি ভালো করে মুগীর ঝোল রধতে বলেছি। এই ঝোলে লেবুর রস মিশিয়ে ভাতের সঙ্গে খাওয়ানো হবে। লেবুর রস মেশানো টক ঝোলে, তেতো বিষের কোন স্বাদ পাওয়া] যাবে না এবং এতে সম্দেহেরও কোন কারণ থাকবে না। তাছাড়া প্রিয়তম, বৃহস্পতিবার দুপুরে আমরা তোমার সেই পুরনো হাসপাতালের সামনে Berkshire Sports দেখতে যাব। একে এই ভীষণ দুপুরের আবহাওয়া, তার উপর কোথাও এক ফোটা বৃষ্টির চিহ্ুমাত্র নেই--কাজেই, এহেন সময়ে রোদ লেগে যাওয়াটা কিছুই অবিশ্বাস্য নয়। worn বৃহস্পতিবারই বোধ হয় আমাদের >a



Leave a Comment