ঢাকা পুরান | Dhaka Puran

বই থেকে নমুনা পাঠ্য (মেশিন অনুবাদিত)

(Click to expand)
কেটেছে! অজাতশত্রু সদা হাস্যময় গোলাম রহমান ১৯৭১-এর বলি হন | ওঁর লাশের হদিস মেলে ওঁদেরই পাড়ার CUCA! প্রেমেন্দ্র মিত্রের বিখ্যাত গল্প হয়তোর সঙ্গে জড়িয়ে আছে এই লোহার পুল ৷ সেটা গত শতকের বিশের যুগ। প্রেমেন্দ্র মিত্রের খ্যাপাটে সময় তখন কলকাতা-ঢাকা-কলকাতায় কাটছে। ঢাকাতে একটু-বা থিতু--জগন্নাথ কলেজের ছাত্র তখন তিনি। বুদ্ধদেব বসুর প্রগতির সঙ্গেও যুক্ত হয়ে পড়েছেন। পড়াশোনা যত নয়, আড্ডা চলে তার ঢের বেশি | কলকাতায় লম্বা আবেগময় চিঠি যায় বন্ধু অচিন্ত্যকুমার সেনগুপ্তের কাছে। আর ফাঁকফোকরে লেখালেখি | একদিন আড্ডা মেরে বাড়ি ফিরছিলেন । এর পরে প্রেমেস্দ্র মিত্রের জবানিতে : 'এক ঘন দুর্যোগময়ী রাতে একা আমাকে এই লোহার পুল পেরোতে হয়েছিলো বিশেষ প্রয়োজনে। আকাশে মেঘের ঘনঘটা, ঘন ঘন বিদ্যুৎ চমকাচ্ছে আর মেঘের গর্জন শোনা যাচ্ছে, যে কোনো মুহূর্তে মুষলধারা শুরু হতে পারে, বজ্রপাতের সম্ভাবনাও কম AT কোনো পথিক চোখে পড়ল WAS ভীষণ দুর্যোগের রাতে কে পথে বেরোবে নিতান্ত দায়ে না ঠেকলে? পথের সরকারী আলো মিট্‌ মিট্‌ করে জ্বলছে, তাতে রাত্রির দুর্যোগময় অবস্থাটা যেন আরো রহস্যময় হয়ে উঠেছে ।...হঠাৎ লক্ষ্য করলাম আমার উল্টো দিক থেকে একটি পুরুষ আর একটি নারী পুল অতিক্রম করছে। কিছুক্ষণের মধ্যেই তারা আমাকে অতিক্রম করে গেল | হয়তো তাদের মধ্যে কোনো রহস্যই ছিল না, দিনের আলোয় বা কোনো দুর্যোগহীন রাতে তাদের পুল অতিক্রম করতে দেখলে আমার মনে কোনো রকম কৌতুূহলেরই সঞ্চার হতো না। কিন্তু এই দুর্যোগময়ী রাত্রি আর পথের জনহীনতা এমন এক রহস্যের পরিবেশ সৃষ্টি করেছিল যে, নানারকম “হয়তো” আমার মনে এসে ভিড় Faq | এই অভিজ্ঞতা আর অনুভূতি থেকে একটি গল্প লিখেছিলাম, বোধহয় আমার সেরা গল্পগুলির অন্যতম ।' (প্রেমেন্দ্র মিত্র স্মরণে/অকৃব : কথাসাহিত্য, জ্যৈঠ, SOE) | পাঠক, যারা পড়েননি এই লোহার পুল আশ্রয়ী হয়তো গল্পটি, তাদের অনুরোধ করব কলকাতার 'নাভানা' নামের প্রকাশনা সংস্থা থেকে প্রকাশিত CLUE মিত্রের HS গল্প গ্রন্থে অন্তর্ভুক্ত এই অপূর্ব গল্পটি পড়তে | ১৮ & ঢাকা পুরাণ



Leave a Comment