For Complaints/Suggesstions related to this material, please clickHere
বই থেকে নমুনা পাঠ্য (মেশিন অনুবাদিত)
(Click to expand)ট্রামের সেই লোকটি q চিত্তে দাড়িয়ে আছে । যদি কেউ তাকে না দেখে থাকেন তবে
এই মুহূর্তে যে কোনো ট্রামের দিকে চেয়ে দেখুন | এ তো সে দাড়িয়ে আছে বিষণ্ণ মুখে উদাস দৃষ্টিতে ।
তার মেরুদণ্ডে দিনের পর দিন কত নরনারীর আঘাতের
ইতিহাস লেখা হচ্ছে। তার পায়ের উপর, পিঠের উপর
প্রচণ্ডতম চাপের চিহ্ন আকা হচ্ছে--সেখানে ভূগর্ভস্থ স্তরের
মতো আঘাতের স্তর একের পর এক জমা হচ্ছে। অফিসের
সময় যাত্রীদের পথরোধ ক'রে সে দাড়িয়ে থাকে, কাউকে
উঠটত দেয় না, অথচ সবাই তাকে করুণ! করে। প্রথম দিন আমার সন্দেহ হয়েছিল, হয় তো সে পকেট-
মার। কিন্তু আমার সন্দেহ অমূলক, কেননা তা হ'লে কেউ
তাকে প্রশ্রয় দিত ন। আমিও পরে মনোযোগের সঙ্গে লক্ষ্য
ক'রে দেখেছি সে তার পাশের লোকের পকেট বিষয়ে সম্পূর্ণ
উদাসীন । আমি নিজের বুক পকেট এক দিন তার প্রায়
নাকের কাছে রেখে দেখেছি, সে ভুলেও সেদিকে তাকায়নি। কিন্তু সে কে তা জানতেই হবে এই সন্কল্প নিয়ে তার
পিছনে লাগলাম। নিজের সমস্ত আশাভরসা ভবিষ্যৎ
aatafa দিয়ে তাকে অনুসরণ করতে লাগলাম। মাসখানেক
পরিশ্রম করার পর আমার মনোবাঞ্ছা! পূর্ণ হয়েছে। তার
মোটামুটি একটা পরিচয় আমি খাড়। করতে পেরেছি। সে কোনে৷ অফিসে সামান্য বেতনে চাকরি করে।
পরিবারে অনেকগুলো পোক, কিন্তু কাউকে সে পেট ভরে