তুরুপের শেষ তাস | Turuper Shesh Tas

বই থেকে নমুনা পাঠ্য (মেশিন অনুবাদিত)

(Click to expand)
ধরাতে-ধরাতে বলল, “মহিমচন্দ্র আর ধরণীমোহন-_একজন রাহা অন্যজন সেন--কোম্পানির নাম রাহা ব্রাদার্স--ভেতরের ব্যাপারটা একটু বুঝিয়ে বলবেন কিকিরা ? ধরণীমোহন কে ছিলেন ?” কিকিরা বললেন, “ব্যাপার তেমন গোলমেলে নয় | পার্টনারশিপ বিজনেস । মহিমচন্দ্রের বড়দাদা ব্যবসাটা শুরু করেন | রাহা ব্রাদার্স নামে । পরে তাঁর বন্ধু ধরণীমোহন ব্যবসায় যোগ দেন ৷ কোম্পানির নাম পালটানো হয়নি । মহিমচন্দ্রের বড়দাদা ছিলেন AWA | কারখানার লোক তাঁকে বড়বাবু বলে ডাকত | ধরণীমোহন আসার পর তিনি হলেন মেজোবাবু 1” “মহিমবাবু কি ছোটবাবু ?” “তা হবে । ...যা বলছিলাম, বড়বাবু মারা গিয়েছেন বছর পাঁচেক আগে ৷ তিনি মারা যাওয়ার পর মেজোবাবু-__মানে 'ধরণীমোহন কোম্পানির মাথা ছিলেন । তাঁর পরামর্শ মতনই কোম্পানি চলত | তা তিনিও গত বছর মারা যান ।” “কেমন করে 1?” “মহিমচন্দ্র বলছে, হঠাৎ মারা যান | হার্ট ফেল ৷” “হার্ট ফেল না করলে আর মারা যাবেন কেন ? কিন্তু হঠাৎ হার্ট ফেলের কারণ ? কোনও অসুখ ছিল হার্টের ?” “না, তেমন কিছু নয় । হাঁপানির একটা টেন্ডেন্সি ছিল | মাঝে-সাথে ব্রিদিং ট্রাব্‌ল হত ৷ সামান্য ATG সুগার 1 তার বেশি কিছু ছিল বলে কেউ জানে না ।” চন্দন কী ভাবল, বলল, “কিকিরা, হার্টের ছোটখাটো গোলমাল বলে আমরা প্রথমে যা তেমন একটা পাত্তা দিই না, সেটা হয়তো আসলে কোনও বড় গোলমাল । আগে ঠিকমতন ধরতে না পারলে হঠাৎ বড় একটা কিছু হয়ে যেতেও পারে 1” ১৮



Leave a Comment