For Complaints/Suggesstions related to this material, please clickHere
বই থেকে নমুনা পাঠ্য (মেশিন অনুবাদিত)
(Click to expand)রবীন্দ্র-রচনাবলী তাই যে কালো চোখের কোণে
চাউনি তাহার উতল হুল অকারণে ;
তাই সে থেকে থেকে
হঠাৎ আপন ছায়া দেখে
চমকে দীড়ায় বেঁকে | একদা! এক বিকাল্বেলায়
আমলকীবন অধীর যখন ঝিকিমিকি আলোর খেলায়,
তপ্ত হাওয়া ব্যথিয়ে ওঠে আমের বোলের বাসে,
মাঠের পরে মাঠ হয়ে পার ছুটল হরিণ নিরুদ্দেশের 'আশে ।
সম্মুখে তার জীবনমরণ সকল একাকার,
অজানিতের ভয় কিছু নেই আর | ভেবেছিলেম iets হুলে পরে
ফিরবে ঘরে
চেন! হাতের আদর পাবার তরে |
কুকুরছানা বারে বারে এসে
কাছে থেঁষে cuca
কেঁদে-কেঁদে চোখের চাওয়ায় শুধায় জনে জনে,
“কোথায় গেল, কোথায় গেল, কেন তারে না দেখি অঙ্গনে ।”
আহার CS বেড়ায় সে যে, এল না তার সাথি |
আধার হল, জ্বলল ঘরে বাতি ;
ডঠল তারা ; মাঠে-মাঠে নামল নীরব রাতি।
আতুর চোখের প্রশ্ন নিয়ে ফেরে কুকুর বাইরে ঘরে,
“নাই সে কেন, যায় কেন সে কাহার তরে 1” কেনযেতা সেই কি জানে। গেছে সে যার ডাকে
কোনো কালে দেখে নাই যে তাকে |