কলিতীর্থ কালীঘাট [সংস্করণ-১] | Kalitirtha Kalighat [Ed.1st]

বই থেকে নমুনা পাঠ্য (মেশিন অনুবাদিত)

(Click to expand)
ওঁকে টেনে নিয়ে যায়। হালদার মশায়ের হাত' ধরে নিয়ে যায় লাঠিখানা, এ কথা বললেও বলা চলে। রোজ ate করার আগে তেল হাতটা দুবার লাঠিখানার গায়ে বুলিয়ে দেন তিনি, খুব যত্ন করে আদর করে তেলটুকু ঘষে দেন তিনি লাঠিখানার গায়ে। যেন ছেলের গায়ে তেল বুলচ্ছেন, তা ছেলেই ত, ছেলেই বলা চলে লাঠিখানাকে। এমন ছেলে, যে ছেলে বাপকে হাত ধরে নিয়ে যায় অন্ধকার রাতের sath থাকতে থাকতেই। পৌঁছে দেয় সেখানে । যেখানে দিনাস্তে, না, না, দিনাস্তে নয়, নিশাস্তে একটিবার না পেঁছলে বাপের প্রাণে প্রাণ থাকে ন|। তাই ছেলে নিয়ে যায় বাপের হাত ধরে সেখানে । যাকে বলে ' tty ae, তাই হল এ লাঠিখানি হালদার মশায়ের কাছে। কিন্তু কোথায় পৌঁছে দেয় তাকে | পড়ে আছে সব মড়াখেকো মড়ারা | রোজই যেমন পড়ে থাকে। কাদায় ধুলোয় পাকে, গরু ঘোড়ার গোবরে, cowl কলাপাতা পচ৷ শালপাতা আর রাশীকৃত Misery সমস্ত পথ ছয়লাপ। ওর মাঝখান দিয়েই অতি সাবধানে কোনও কিছু না মাড়িয়ে পথ চলতে হয়। কংসারি হালদার মশায় জানেন, খুব ভাল করে জানেন যে, পথের এই SOM সজীব | ভাঙা ভাঁড় খুরি সরার ওপর পা পড়ে হালদার মশায়ের | স্টলে মড়মড় করে ওঠে | তিনি ও মড়মড়ানিতে ঘাবড়ান না। কিন্তু দৈবাৎ যদি পা পড়ে কোনও ছেঁড়া Dieuty পুটলির ওপর, তাহলে মড়মড় করে উঠবে না বটে, কিন্তু ককিয়ে কেঁদে উঠবে হয়ত কেউ। মুখখিস্তি করতে লেগে যাবে হয়ত অনেকে । হাতে পায়ে দগদগে ঘা-ওয়ালা তেলেঙ্গী- গুলে! আবার নোঙরা ছুঁড়ে মারে। রাতের নোঙরাটা ওরা পাশেই রেখে দেয় কি না, ভোর হলে ওদের সঙ্গী সঙ্গিনীরা এসে সেগুলো সরিয়ে ন্ট &



Leave a Comment