ভারতের ইতিহাস [খণ্ড-১] [সংস্করণ-১] | Bharater Itihas [Vol. 1] [Ed. 1st]

বই থেকে নমুনা পাঠ্য (মেশিন অনুবাদিত)

(Click to expand)
৬ ভারতের ইতিহাস - আরোপ না করিয়া ভারতবর্ষের এঁতিহাসিককে বৃহৎ রাজ্য ও সাম্রাজ্যের প্রতি মনোযোগ দিতে হইবে | যে সকল রাজ্য আঞ্চলিক গুরুত্বের অধিক শক্তি কখনও অর্জন করিতে পারে নাই, তাহাদের তিনি কেবল গৌণ মর্যাদা দিতে পারেন | দাক্ষিণাত্যের মালভূমি পূর্ব ঘাট ও পশ্চিম ঘাট পর্বতমালার দ্বার] তিনটি স্থস্পট বিভাগে বিভক্ত হইয়াছে। পূর্ব ঘাট পর্বতমালা বছ অংশে বিভক্ত, কিন্তু পশ্চিম ঘাট পর্বতমালা প্রায় অবিভক্ত একটি প্রাচীর। করোমগুল উপকূল পূর্ব AE পর্বতমালা! ও বঙ্গোপসাগরের মধ্যে অবস্থিত ; কোঙ্কন উপকূল এবং মালাবার পশ্চিম ঘাট পর্বতমাল] ও আরব সাগরের মধ্যে অবস্থিত । পুর্বে ও পশ্চিমে figs এই দুইটি পর্বতমালার মধ্যবর্তী অঞ্চলটি দাক্ষিণাত্যের মালভূমি নামে অভিহিত | কিন্তু এঁতিহাসিক দিক হইতে এই তিনটি স্থচিহ্নিত প্রাকৃতিক বিভাগের বিশেষ কোন গুরুত্ব নাই, কারণ রাজনৈতিক Jar ও সাংস্কৃতিক যোগাযোগের পথে পর্বতপগুলি কখনও অন্তরায় হইয়া উঠিতে পারে নাই। মারাঠাগণ পশ্চিম ঘাট পর্বতের উভয় প্রান্তে বাস করে; কিন্তু তাহাদের ভাষা এক, সামাজিক রীতি-নীতি এক ৷ মহারাষ্ট্র যথন যে শক্তির দ্বারা শাসিত হইয়াছে, প্রায়ই পশ্চিম ঘাট ও আরব সাগরের মধ্যবর্তী কোঙ্কন উপকূলকে সেই শক্তির নিয়ন্ত্রণে আসিতে হইয়াছে | গোদাবরী ও কৃষ্ণা নদী দাক্ষিণাত্যকে তিনটি প্রাক্কৃতিক বিভাগে ভাগ করিয়াছে। এই তিনটি বিভাগে যে সকল রাজ্য প্রাধান্য লাভ করিত, তাহাদের পারস্পরিক সংগ্রামকে কেন্দ্র করিয়াই দাক্ষিণাত্যের ইতিহাস আবতিত হইত। কৃষ্ণা ও YHOU! নদীর মধ্যবর্তী দোয়াব দাক্ষিণাত্য ও “সদুর দক্ষিণের” প্রধান রাজগণের মধ্যে প্রতিদ্বদ্দিতার মুখ্য cam fet! রায়চুর দোয়াবে প্রাধান্য স্থাপনের প্রলোভন কয়েকটি প্রজন্ম ধরিয়| বাহুমনী স্থবলতানগণ ও বিজয়নগরের রাজগণকে WH ব্যাপৃত রাখিয়াছিল | ক্কন্নরণ স্থনিরদিষ্ট প্রাকতিক সীমারেখা sel ও তুঙ্গভদ্র] নদীর পরপারের “AA দক্ষিণ' অঞ্চলকে দাক্ষিণাত্যের মালভূমি হইতে বিচ্ছিন্ন করে নাই। কিন্তু তবুও ইহার একটি রাজনৈতিক স্বাতন্ত্য ছিল। কৃষ্ণা নদীর উত্তরে অবস্থিত অঞ্চলের রাজনৈতিক ঘটনাবলী এই wears বিশেষ বিপর্যস্ত করে নাই। এই Qa দক্ষিণই” ছিল দ্রাবিড় জাতির সাংস্কৃতিক কৃতিত্ব ও রাজনৈতিক প্রতিভার age কেন্দ্র। এই অঞ্চলেই, আপ্রাসী ও বিজয়ী উত্তর ভারতের হস্তক্ষেপ হইতে মুক্ত থাকিয়া, তাহাদের চরম বিকাশ ঘটিয়াছিল | উত্তর ভারতের হিন্দু অথবা] মুসলমান কোন সাম্রাজ্য-প্রতিষ্ঠাতাই ‘qua দক্ষিণের' সমগ্র ভৃভাগের উপর আধিপত্য Weis প্রতিষ্ঠা করিতে পারেন ate মহীশূুর এবং তামিল দেশ হইতে মালাবারে যাওয়া কঠিন ছিল বলিয়। এই অঞ্চল দক্ষিণ ভারতের yr কেন্দ্র হইতে বিচ্ছিন্ন ছিল। সৈন্যদলের পক্ষে স্থলপথে. মালাবারে প্রবেশ Sal সহজ ছিল না। মালাবারের প্রবেশ পথ সমুদ্রের দিকে,



Leave a Comment