নবভারতের বিজ্ঞান-সাধক | Nababharater Biggyan-sadhak

বই থেকে নমুনা পাঠ্য (মেশিন অনুবাদিত)

(Click to expand)
১০ নবভারতের বিজ্ঞান-সাধক এমন সময় পশ্চিম থেকে আহ্বান এল, বিলাতে তাকে aI আলোক সম্বন্ধে বক্তৃতা দিতে যেতে হবে। হাতের FT অসম্পূর্ণ রেখেই তিমি বিলাত চলে গেলেন। তিনি যদি তখন তার যন্ত্রের পেটেন্ট নিতেন তবে অগাধ অর্থের মব্িকারী হ'তে পারতেন, আর বেতার আবিষ্কারের যশোমাল্য মার্কনির কণ্ঠে দুলত না, শোভা পেত তারই গলায় | তিনি বিলাত থেকে লিখেছিলেন যে, বিখ্যাত ইলেকট্রিক্যাল কোম্পানী cma ম্যুরহেড আ্যাও কোম্পানী তার নির্দেশ অবলম্বন করে বিনা তারে টেলিগ্রাফ সম্বন্ধে অতি আশ্চর্য ফল লাভ করেছিলেন। তিনি এই সময় এই সম্পর্কে আরও অনেক JOA তথ্য সম্বলিত এক প্রবন্ধ লেখেন। ডাঃ WAG তাকে এগুলি গোপন রাখতে অন্রোধ করেন। বলেন যে পরে এই থেকে অনেক পয়সা হবে। কিন্তু অর্থের জন্য সাধনা ব্যাহত করতে জগদীশচন্দ্র রাজী হ'লেন না। একজন অতি বিখ্যাত টেলিগ্রাফ কোম্পানীর ক্রোড়পতি মালিক একেবারে পেটেন্ট করবার আবেদন পত্র হাতে করে তার সঙ্গে দেখা করেন। ইনিও সেই একই অনুরোধ করেন। বলেন যে সমস্ত ব্যয়ভার তার, লভ্যাংশ আধাআধি। এবারেও তিনি এই প্রস্তাব প্রত্যাখ্যান করেন। এই সময়ের এক চিঠিতে লিখেছেন, “সেদিন আমার বক্তৃতা শুনতে অনেক টেলিগ্রাফ কোম্পানীর লোক এসেছিল ; তারা পারলে আমার সামনে থেকেই আমার ৬৯৮



Leave a Comment